‘গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা, খুকুমণির রান্না চেটে পুটে খা’, খুকুমণি-বিহানের ফুলশয্যার দৃশ্য ভাইরাল নেটদুনিয়ায়

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। প্রথম থেকে এই সিরিয়াল টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে। এমনকি জি বাংলার ‘মিঠাই’ এর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এই খুকুমণি। আর স্টার জলসার সিরিয়ালগুলোর মধ্যে টপার হলো এই খুকুমণি। রান্না নিয়ে তৈরি এই সিরিয়াল বাঙালি দর্শকদের বেশ মনে ধরেছে। খুকুমণির মুখের ডায়ালগ পছন্দ করছেন আমজনতা। আর তার সাথেই তার অভিনয়ও নজর কেড়েছে দর্শকদের।

নিজে হাতে রান্না করে সে খাবার ডেলিভারি ব্যবসা শুরু করেছে। আর এই দিয়েই তার সংসার চলে। আর এই খাবার ডেলিভারি করতে গিয়ে রাজপুত্তুরের সঙ্গে পরিচয় হয় খুকুমণির। তারপর ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব শুরু হয়। মানসিক ভারসাম্যহীন রাজপুত্র খুকুমণির মধ্যে নিজের মায়ের আভাস দেখতে পায়। আর তাই খুকুমণিকে সব সময় সঙ্গে রাখার জন্য রাজপুত্তুর অর্থাৎ বিহান তাকে সিঁদুর পরিয়ে দেয়। এই বিয়ে বিহানের বাড়ির লোক থেকে শুরু করে খুকুমণি পর্যন্ত প্রথমে মানতে চায়নি।

কিন্তু রাজপুত্তুরের উপর অত্যাচার বন্ধ করার জন্যেই এই বিয়ে মেনে নিয়েছে খুকুমণি। বর্তমানে এই সিরিয়ালে ফুলশয্যার ঘটনা দেখানো হচ্ছে। সম্প্রতি ফুলশয্যার দৃশ্যের একটি প্রমো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এখানে দেখানো হচ্ছে, ফুলশয্যা হবে বলে খুব খুশি বিহান। কিন্তু তার ভাই এই সময় এসে তাকে মারতে শুরু করে। সেই সময়েই রাজপুত্তুরের জন্য ঝোলাগুড়, আর রুটি নিয়ে ঢুকতে গিয়েই এই কান্ড দেখে ক্ষেপে লাল খুকুমণি। আর তাকে দেখে কে?

সোজা গিয়ে বিহানের ভাইয়ের মুখে রুটি ঠুসে দিয়ে খুকুমণি বলে, ‘গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা, খুকুমণির রান্না চেটে পুটে খা’। এরপরে অবশ্য বিহানের হাতে হাত রাখতে দেখা গিয়েছে খুকুমণিকে। এরপরের দৃশ্য দেখতে হলে আগামী দিনের এপিসোডগুলি দেখতে হবে।

Papiya Paul

X