‘চন্না মেরেয়া’ গানে দুর্দান্ত অভিনয় করে ফের সকলের নজর কাড়লেন কিলি পল, দেখুন ভিডিও

কিলি পল, সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন পূর্ব আফ্রিকার ছোট্ট এক দেশ তানজানিয়ার এই যুবক। তার নাচের ফিদা বহু মানুষ। বলিউডের হিন্দি গানে তার সেই নাচ মন জয় করেছেন বলিপ্রেমীদের। কিলিকে বেশিরভাগ সময় তার বোন নিমার সঙ্গে ভিডিওতে দেখা যায়। সম্প্রতি তাদের একটি ভাইরাল ভিডিও তে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার ‘চান্না মেরেয়া’ গানে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে। যদিও এই গানে শুধু কিলিই ছিলেন। তার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সকলের।

এর আগে বলিউডের বহু সিনেমার গানের ঠোঁট মিলিয়েছেন এই যুবক ও তার বোন। মাস খানেক আগে ‘শেরশাহ’ ছবির ‘রাতান লম্বিয়া’ গানে ঠোঁট মিলিয়েছিলেন কিলি ও তাঁর বোন, যেই ভিডিও খুব ভাইরাল হয়েছিল ভারতে। এরপরেই কখনও অরিজিৎ সিংহ, কখনও জুবিন নটিয়ালের গানে দেখা গিয়েছে তাদের। কয়েকদিন আগে গুরু রান্ধাওয়ার ‘ডান্স মেরি রানী’ গানে দুর্দান্ত নেচেছিলেন কিলি। আর এই ভিডিও শেয়ার করেছিলেন খোদ নোরা ফাতেহি ও গায়ক গুরু রান্ধাওয়া।

এর আগে একটি সাক্ষাৎকারে কিলি বলেছিলেন, তারা বুঝতে পারছেন না ঠিক কী ঘটেছে। ভারতের লোকেদের থেকে যেভাবে ভালোবাসা পাচ্ছেন, তাতে তারা খুব কৃতজ্ঞ। তারা মনে করেন, ভারতীয়রা নকল মন্তব্য করেন না। ভারতীয়দের জন্য তারা আরও ভিডিও করবেন বলেও জানিয়েছেন। এর সাথে তিনি আরও বলেন, সঙ্গীতের কোনও সীমানা নেই। সঙ্গীত মানুষকে অনেক কাছে নিয়ে আসতে পারে বলে মনে করেন।

 

View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)

আর কিলির এই মন্তব্য যে ঠিক তা আগেই বোঝা গিয়েছিল। শ্রীলঙ্কার গায়িকা ইওহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটির মাধ্যমে। তবে এখন নেটজনতা যে কিলির ভিডিওতে মুগ্ধ হচ্ছেন তা আর বলতে বাকি রাখে না।

Papiya Paul

X