প্রযোজককে ধোঁকা দিতে এই কঠিন পন্থা বাছেন কিশোর কুমার! কিংবদন্তীর খামখেয়ালীপনা শুনলে অবাক হবেন

বেশিরভাগ মানুষ কিশোর কুমারকে (Kishore Kumar) একজন মহান গায়ক হিসেবেই জানেন। তাঁর গাওয়া অনেক গান এখনও মানুষের মুখে মুখে, কিন্তু খুব কম লোকই জানেন যে একজন দুর্দান্ত গায়ক ছাড়াও, কিশোর কুমার একজন দুর্দান্ত অভিনেতাও ছিলেন এবং তিনি বলিউডের (Bollywood) অনেক সুপারহিট ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

যদিও গানের দিকে রোমান্টিক ঘরানার ছিলো তাঁর প্রিয় তবে কিন্তু অভিনয়ে তাঁর অগ্রাধিকার ছিল কমেডি চরিত্রতে। বহু কমেডি চরিত্র আছে যেগুলি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তিনি। তবে এ তো গেলো তার কেরিয়ারের কথা, তাঁর বাস্তব জীবন সম্পর্কে জানেন কি? বাস্তব জীবনে তিনি এতোটাই খামখেয়ালী ছিলেন যে, লোকে তাকে পাগল বলতে দ্বিধা করত না।

সেই খামখেয়ালীপনার উদাহরণ শুনলে চমকে যাবেন আপনিও। শোনা যায় বাড়ির বাইরে নাকি পোস্টার টাঙিয়ে রেখেছিলেন এবং তাতে লিখে রেখেছিলেন যে, ‘কিশোর হইতে সাবধান’। শুধু তাই নয়, তার এই বক্তব্যকে প্রমাণ করতে একদা এক বন্ধুর হাতে কামড়েও দেন নাকি। আজ আরো একটা মজাদার গল্প বলবো আপনাদের।

বিখ্যাত গীতিকার গুলজার তার বই “অ্যাকচুয়ালি….আই মেট দেম: এ মেমোয়ার” এ কিশোরের সাথে সম্পর্কিত একটি গল্প শেয়ার করে লিখেছেন, কিশোর কুমারের একটি আলমারি ছিল যার ভেতর থেকে তিনি গোপন সিঁড়ি তৈরি করেছিলেন। একবার একজন চলচ্চিত্র নির্মাতা তার সাথে দেখা করতে তার বাড়িতে এসেছিলেন, কিন্তু কিশোরের সেইসময় দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই।

এই বই থেকে জানা যায় সেই সময় নাকি কিশোর কুমার হঠাৎ আলমারির দরজা খুলে ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যান। প্রযোজক বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকলেন, কিন্তু কিশোর আর আলমারি থেকে বের হলেন না। আসলে তিনি ততক্ষণে আলমারির ভিতরের গোপন সিঁড়ি বেয়ে নেমে গেছেন।

গুলজার তার বইতে কিশোর সম্পর্কিত আরেকটি ঘটনা শেয়ার করতে গিয়ে লিখেছেন যে তিনি একবার কিশোর কুমারের সাথে “ভরোসা” ছবির গান রেকর্ড করছিলেন। হঠাৎ কিশোর কুমারকে চায়ের আসরে ডাকা হয় এবং তিনি অনেকক্ষণ রেকর্ডিং বন্ধ করে চা আসার জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু চা এলে তিনি চায়ে এক চুমুক না নিয়ে আবার রেকর্ডিং শুরু করেন।

Avatar

Moumita

X