বিনোদন,কিশোর কুমার,গায়ক,অমিত কুমার,টলিউড,Entertainment,Kishore Kumar,Singer,Amit Kumar,Tollywood

Papiya Paul

৪ বার বিয়ে করেন কিশোর কুমার, বাবার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন অমিত কুমার

কিশোর কুমার(Kishore Kumar), ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী তিনি। তার গানে আজও মজে আছে প্রজন্মের পর প্রজন্ম। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রিয়েলিটি শোতে কিশোর কুমারকে আগে প্রাধান্য দেওয়া হয়। সংগীতজগতে তিনি বেশ সাফল্য পেলেও তার ব্যক্তিগত জীবনে অনেক টানাপোড়েন  ছিল।

   

আর তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠলে বরাবরই চুপ থাকতেন তার ছেলে অমিত কুমার। তবে এই প্রথম তিনি তার বাবার বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন। রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি এই তিনজনের সঙ্গে গভীর প্রেমে মগ্ন ছিলেন কিশোর কুমার। এরপরে বিয়ে হয় এবং তার পরবর্তী কালে বিচ্ছেদ। তবে কিশোর কুমারের জীবনের শেষদিন পর্যন্ত তার সঙ্গে ছিলেন তার চতুর্থ স্ত্রী লীনা চন্দভারকর।

কিশোর কুমারের ছেলে অমিত কুমার। বাবার খুব আপন ছিলেন তিনি। নিজের চোখের সামনেই বাবার একের পর এক বিয়ে ভাঙতে দেখেছেন। আর এরপরই নতুন করে সম্পর্ক করতে দেখেছেন। তবে তিনি কখনও বড় হয়ে বাবাকে জিজ্ঞাসা করেননি কেন তার জীবনে এই টানাপোড়েন।

সম্প্রতি মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে অমিত কুমার বলেছেন যে তার বাবা খুব সংসারী ছিলেন। ভালো ভাবে সংসার করতে চাইতেন তিনি। কিন্তু সবাই তাকে ভুল বুঝেছে। বাবার ব্যক্তিগত জীবন নিয়ে তার কখনো কোনো কৌতূহল ছিল না। কেন তার বাবাকে চারবার বিয়ে করতে হলো সেকথাও কখনো জানতে চাননি অমিত কুমার। ১৯৫০ সালে ক্যালকাটা ইয়ুথ কেয়ার এর প্রতিষ্ঠাতা রুমা গুহ ঠাকুরতার সঙ্গে বিয়ে হয় কিশোর কুমারের।

তাদের ৮ বছরের দাম্পত্য জীবনে অমিত কুমারের জন্ম হয়। কেন সেদিন বিচ্ছেদের পথে হেঁটেছিলেন কিশোর কুমার সে প্রসঙ্গ তুলে ধরেছেন অমিত। তিনি বলেছেন যে যেদিন বাবা ও মায়ের আইনি বিচ্ছেদ হয়, বাবা তার প্রিয় মরিস মাইনোর গাড়িটা নষ্ট করে দিয়েছিলেন। ওই গাড়ি জুড়ে তার মায়ের স্মৃতি ছিল। কিশোর কুমার তার প্রথম ছবি মুক্তির দিনে স্ত্রী রুমাকে নিয়ে এই গাড়িটা কিনতে গিয়েছিলেন।

তবে তাদের দুজনের দাম্পত্য জীবনে বিচ্ছেদের কারণ হিসেবে মনে করা হয় অভিনয় জগত ছেড়ে রুমা ঘর সামলাক এটাই চেয়েছিলেন’ কিশোর কুমার। কিন্তু তা মানতে পারেননি তিনি। এরপরই তার সঙ্গে বিচ্ছেদের পর মধুবালার হাত ধরেন কিশোর কুমার । অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শেষ পর্যন্ত আমৃত্যু লিনার সঙ্গে দাম্পত্য জীবন টেনেছিলেন কিশোর কুমার। এই লিনাই  কিশোরের জন্যই অভিনয় জগত ছেড়েছিলেন এবং অমিতকে মাতৃস্নেহ দিয়েছিলেন।