বিনোদন,টলিউড,টলিউড গসিপ,প্রসেনজিৎ চ্যাটার্জি,তৃষাণজিৎ চ্যাটার্জি,Entertainment,Tollywood,Tollywood Gossip,Prasenjit Chatterjee,Trishanjit Chatterjee

Papiya Paul

বাবার মতো টলিউডের ‘ইন্ড্রাস্ট্রি’ তৈরী হবেন তৃষাণজিৎ! ছেলের কেরিয়ার নিয়ে মুখ খুললেন বুম্বাদা

বলিউডের স্টারকিডদের বেশিরভাগকেই তাদের বাবা-মায়ের পথ অনুসরণ করে অভিনয় জগতে আসতে দেখা যায়। টলিউডেও কমবেশি এই একই কাহিনী ধরা পড়ে। টলিউড অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়র ছেলে যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) অভিনয় এসে টলিউড ইন্ডাস্ট্রির সর্বেসর্বা হয়ে উঠেছেন।

   

এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি তার ছেলে তৃষাণজিৎ ভবিষ্যতে টলিউডের নায়ক হয়ে উঠবেন? তৃষানজিৎ এই প্রসঙ্গে নিজে কি বলেছেন? সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন যে এখনো পর্যন্ত অভিনয়ে আসার কোনো আগ্রহ তৈরি হয়নি তার ছেলের মধ্যে। ফুটবলের দিকে বেশি ঝোঁক রয়েছে তার।

এই মুহূর্তে  লন্ডনে নিজের পড়াশোনার সাথে সাথে ভারতীয় ফুটবল দলে খেলতে চান তিনি। এইজন্যে ছেলের এই আগ্রহ দেখে প্রসেনজিৎ তার  কয়েক জন ফুটবলার বন্ধুবান্ধবের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন। আর তাই তিনি মিশুককে দেড়-দু’বছর সময় দিয়েছেন। তার ছেলে যদি অভিনেতা না হয়ে ফুটবলার হয় তাহলে খুবই খুশি হবেন প্রসেনজিৎ এমনটাই জানিয়েছেন।

তবে অভিনয়ে আসতে চাইলেও কোন আপত্তি নেই তার। ছেলেকে অভিনয়জগতে ও স্বাগত জানিয়েছেন তিনি। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে। এখন তিনি তার ছেলের সব কথা শুনছেন। এরপর যদি অভিনয় করার ক্ষেত্রে মনোস্থির করে নেন তাহলে বাবার সব কথা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রসেনজিৎ নিজে বলেছেন তার ছেলেকে দেখতে ‘সুদর্শন’। অনেকেই ভাবছেন অভিনয় জগতে এলে তাকে ভালোই মানাবে। তবে সবকিছু শিখে তারপর ইন্ডাস্ট্রিতে আসার কথা বলা হচ্ছে মিশুককে।