গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস এর অধিনায়ক কে এল রাহুল।
প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করলেন লখনউয়ের দুই ওপেনারকে কে এল রাহুল এবং কুইন্টন ডি কক। কুড়ি ওভার ব্যাট করে কোন উইকেট না হারিয়েই 210 রান তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স। তবে কেকেআর কে সেই চাপ থেকে বের করে আনে নিতিশ রানা এবং শ্রেয়স আইআর। 22 বলে 42 রান করেন নিতিশ রানা অপরদিকে 29 বলে 50 রানের দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়স আইআর। এছাড়াও 24 বলে 36 রান করেন স্যাম বিলিংস। একটা সময় কেকেআরের হার যখন প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল সেই সময় মাত্র 15 বলে 40 রানের বিধ্বংসী ইনিংস খেলে কেকেআর কে জয়ের স্বপ্ন দেখিয়েছিল রিঙ্কু সিং। তবে শেষ পর্যন্ত 208 রানেই শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস। 2 রানে ম্যাচ জিতে সরাসরি প্লে অফে পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টস।