Arijit

বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের বাদ দিয়ে নিলামে এই চার তরুণ ক্রিকেটারকে ধরে রাখবে কেকেআর

আর কয়েক দিন পরই হতে চলেছে আগামী 2022 আইপিএলের নিলাম। যেহেতু এই বছর আইপিএলে আরও দুটি দলের অন্তর্ভুক্ত ঘটেছে। তাই এবার মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী পুরনো দলগুলি চারজন করে পুরনো খেলোয়ারকে ধরে রাখতে পারবে।

   

এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল ছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্রথম পর্বে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়িয়েছিল তারা এবং আইপিএলের রানার্স আপ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিক ভাবেই এই দলের খেলোয়াড়রাও বেশ শক্তিশালী। তাই কোন খেলোয়ারকেই ছাড়তে চাইবে না কেকেআর। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী যেকোনো চারজনকে ধরে রাখতে পারবে কেকেআর।

এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখতে পারে দলের দুই তরুণ ক্রিকেটার শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ারকে। অপরদিকে বিদেশিদের মধ্যে ধরে রাখতে পারে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে। অর্থাৎ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, দলের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিককেও ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স।