১৭ তম ওভারের পরেও ক্রিকেট প্রেমীরা নিশ্চিত ছিলেন ম্যাচ জিতছে কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু নারিনের ওভার থেকেই ঘুরে গেল ম্যাচ। ১৭.২ ওভারে তুলে নিলেন নিকোলাস পুরানের উইকেট। পরের ওভার দুটিতে পড়ল আরও দুই উইকেট। যার মধ্যে ছিলেন ৭৪ রান করা লোকেশ রাহুল। কেকেআর- এর হয়ে ৩ টি উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং দুটি নারিনের নামে। কলকাতা করেছিল ১৬৪/৬। পাঞ্জাবের ১৬২/৫। দীনেশ কার্তিক আজকে করেছেন ২৯ বলে ৫৮ রান।