নিউজ শর্ট ডেস্ক: গাড়ির কেবিন থেকেই দেখা যাবে খোলা আকাশ। প্রত্যেক গাড়ি প্রেমীর কাছেই স্বপ্ন এই ধরনের সানরুফ গাড়ি (Sun Roof Car)। প্রসঙ্গত প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এখনকার দিনে চার চাকার আধুনিক গাড়িগুলিতেও আরো উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।
বিগত কয়েক বছরে চার চাকা গাড়ির জগতে সান রুফ গাড়ি আমাদের দেশে দারুণ ট্রেন্ডি হয়ে উঠেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র দামি বিলাসবহুল প্রিমিয়াম গাড়িতেই এই বৈশিষ্ট্য পাওয়া যেত। কিন্তু এবার এই বৈশিষ্ট্যই পাওয়া যাচ্ছে সস্তা (Low Budget) এবং কম্প্যাক্ট গাড়িতেও। তাই যদি কারও এই ধরনের গাড়ি কেনার স্বপ্ন থাকে তাহলে আর দেরি কিসের এখনই দেখে নিন কম দামের এই গাড়িগুলির তালিকা (Car List)।
মারুতি ব্রেজা:
এই তালিকায় প্রথমেই রয়েছে মারুতি রেজা। এটি এই ব্র্যান্ডের প্রথম SUV গাড়ি যাতে সানরুফের সুবিধা পাওয়া যাবে। এর Zxi ভ্যারিনয়েন্টে সান রুফের সুবিধা পাওয়া যাবে। SUV গাড়িটিতে সিএনজি অপশনও পাওয়া যায়। মারুতির এই গাড়ির দাম পড়বে ৮.৩৪ লক্ষ টাকা।
টাটা নেক্সন:
এরপর এই তালিকায় রয়েছে টাটা নেক্সন। ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ SUV গুলির মধ্যে এটি অন্যতম। টাটা নেক্সনের Smart+ S ভ্যারিয়েন্টে বিশেষ সানরুফ ফিচার পাওয়া যাবে। এই SUV-টিতে পেট্রোল এবং ডিজেল উভয় ধরনের ইঞ্জিনের অপশন পাওয়া যাবে। টাটা নেক্সন এর এই গাড়িটির বাজার মূল্য ৮.১৪ লক্ষ টাকা।
আরও পড়ুন: পেট্রোলের খরচ থেকে মুক্তি, এবার এই দিন মার্কেটে আসছে Bajaj-র CNG বাইক!
কিয়া সোনেট:
এরপরেই রয়েছে কিয়া সোনেট। এই গাড়িটির মোট দাম পড়বে ৭. ৯৯ লক্ষ টাকা। কিয়া সোনেটের তার স্পেশাল লুক এবং ডিজাইনের জন্য বেশি পরিচিত। এই সানরুফ SUU-র HTE (O) ভ্যারিয়েন্টে সানরুফ পাওয়া যায়। এই গাড়িটিতেও পেট্রোল এবং ডিজেল উভয় ধরনের ইঞ্জিনের অপশন রয়েছে।
হুন্ডাই ভ্যেনু:
এরপরেই রয়েছে হুন্ডাই ভ্যেনু। ৭.৯৪ লক্ষ টাকা দামের এই গাড়িটি একটি কানেক্টেড SUV হিসাবে বাজারে লঞ্চ করা হয়েছিল। এই SUV-র 7+ 7(O) ভ্যারিয়েন্টে সানরুফ পাওয়া যায়। এই গাড়িতেও পেট্রোল এবং ডিজেল উভয় ধরনের ইঞ্জিনের অপশন রয়েছে।
মাহিন্দ্রা XUV 3XO:
এরপরেই রয়েছে মাহিন্দ্রা XUV 3XO। এই গাড়িটি কিছুদিন আগেই বাজারে লঞ্চ করা হয়েছে। এই গাড়িতে কোম্পানির তরফ থেকে প্রথমবারের মতো প্যানারোমিক সানরুফ দেওয়া হয়েছে। এছাড়াও এতে লেভেল টু ADAS পাওয়া যায়।