বলিউড,বিনোদন,গসিপ,জুদাই,অনিল কাপুর,শ্রীদেবী,ওমকার কাপুর,ঊর্মিলা মাতোন্ডকর,Bollywood,Entertainment,Gossip,Anil Kapoor,Sridevi,Omkar Kapoor,Urmila Matondkar,Judaai

অনিল ও শ্রীদেবীর সিনেমার পুঁচকে ছেলে এখন হ্যান্ডসাম রোমিও, সৌন্দর্যে হার মানাবে নায়কদেরও

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জুদাই’র (Judaai) কথা মনে আছে নিশ্চয়? ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর, (Anil Kapoor) শ্রীদেবী, (Sridevi) উর্মিলা মাতোন্ডকর (Urmila Matondkar) । তবে এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ‘জুদাই’ ছবিতে। আর সেটি হল অনিল কাপুর এবং শ্রীদেবীর আদরের সন্তান। আর এই শিশুশিল্পী আমাদের আজকের আলোচ্য ব্যক্তিত্ব।

চলচ্চিত্র জগতে এমন অনেক শিশুশিল্পী আছে যারা নিজেদের দক্ষ অভিনয়ের জেরে ভক্তদের মন জিতে নিয়েছে। সেরকমই এক শিশুশিল্পী হল জুদাই ছবির রোমি। অভিনেতা ওমকার এই চরিত্রে অভিনয় করেছিলেন। মাস্টার ওমকার কাপুর আজ আর শিশুশিল্পী নেই, তিনি আজ প্রাপ্তবয়স্ক মানুষ এবং একজন অভিনেতাও বটে।

প্রসঙ্গত উল্লেখ্য, অনিল কাপুরের এই ছবিটি মূলত ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি ‘শুভলগ্নামের’ একটি রিমেক ছবি। এর তিন বছর পর এই ছবির গল্প তুলে ধরা হয় বলিউডের সিলভার স্ক্রিনে। ছবির গল্পের কথা বললে, এক স্ত্রী তার স্বামীকে টাকার জন্য বিক্রি করে দেয় এবং আরেকটি নতুন বিয়ে করে। আনকোরা এই গল্প দারুণ বিতর্ক তৈরি করেছিল সেই সম।

আর এই বিতর্ককে কাজে লাগিয়েই প্রচুর টাকা কামিয়েছিল ছবিটি। ছবির আয়ের কথা বললে ১৯৯৭ সালে সর্বোচ্চ আয়করী ছবির মধ্যে অষ্টতম ছিল ‘জুদাই’। সেই সময় ছবিটির আয় ছিল ২৮.৭৭ কোটি টাকা। ছবিতে শ্রীদেবীর ছেলের ভূমিকায় দেখা গেছিল ওমকারকে। এর আগে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাসুম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,জুদাই,অনিল কাপুর,শ্রীদেবী,ওমকার কাপুর,ঊর্মিলা মাতোন্ডকর,Bollywood,Entertainment,Gossip,Anil Kapoor,Sridevi,Omkar Kapoor,Urmila Matondkar,Judaai

এছাড়াও তার দেখা মিলেছিল সলমন খানের ‘জুড়ওয়া’তে। ভাইজানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ওমকার অভিনয় করেছিলেন গোবিন্দার সঙ্গে ‘হিরো নাম্বার ওয়ান’ ছবিতে। অনেক তারকারই শিশু চরিত্রে দেখা গেছে ওমকারকে। তবে অভিনেতার এখনকার ছবি দেখলে অনেকেই চিনতে পারবেননা। বর্তমানে সুদর্শন এবং সুপুরুষ ওমকারের ভক্ত সংখ্যায় নেহাত কম নয়।

Avatar

Moumita

X