নায়িকা থেকে পার্শ্বচরিত্রে অভিনয়, যোগ্যতা থেকেও কেন বড়পর্দায় কাজ জুটলো না বাসবদত্তার?

নিউজশর্ট ডেস্কঃ টলিপাড়ার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। গানের ওপারে, বয়েই গেল, নেতাজি এই ধারাবাহিকগুলোতে অভিনয়ের পর এখন তাকে ‘জি বাংলা’র ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালে কাজ করতে দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এখানে কথা হচ্ছে অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জিকে(Basabdutta Chatterjee) নিয়ে। তার অভিনয় বরাবরই পছন্দ করেন দর্শকেরা।

ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে সিরিয়ালের হাত ধরে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপর তার দ্বিতীয় সিরিয়াল বয়েই গেল সুপারহিট হয়। তবে এতদিন অভিনয় করার পরও বড়পর্দায় কাজের সুযোগ কেন পেলেন না অভিনেত্রী? এখন বাংলা সিরিয়ালে যে সমস্ত অভিনেত্রীদের জনপ্রিয়তা একটু বেশি তারা খুব সহজেই টলিউডের কাজের সুযোগ পেয়ে যায়। কিন্তু তার ক্ষেত্রে তেমনটা হয়নি। এখনো পর্যন্ত শুধুমাত্র বাংলা সিরিয়ালের অভিনেত্রী হয়ে রয়ে গেছেন।

এমনকি এখন নায়িকার বদলে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ মিলেছে তার। তাহলে কি টলিউডের নায়িকা হওয়ার সুযোগ কোনদিন আসেনি পর্দার ‘সুচরিতা’র? সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অনেক কথাই শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি বলেছেন যে তার বাবা একজন সাংবাদিক ছিলেন। তাই ছোটবেলা থেকেই সাংবাদিক হওয়ার প্রবল ইচ্ছা ছিল তার। এই জন্য তিনি পড়াশোনা করেন, কলেজে পড়ার সময় তার কাছে ঋতুপর্ণ ঘোষের তরফ থেকে অভিনয় করার প্রস্তাব আসে। তখন আর তিনি সেই প্রস্তাব না করতে পারেননি।

গানের ওপারে সিরিয়ালটি তার জীবনে প্রথম সিরিয়াল। এই সিরিয়াল করে তিনি অনেক জনপ্রিয়তা পান। এরপর বয়েই গেল সিরিয়াল যখন সুপারহিট হয়, তারপরেই তার কাছে টলিউডের কাজ করার প্রস্তাব এসেছিল। সিরিয়ালে কাজ করার সাথে সাথেই টলিউডের কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এমনকি তাকে অডিশন দিতে হয়েছিল। কিন্তু ছোট পোশাক পড়তে ও চুম্বন দৃশ্যে অভিনয় করতে বরাবরই আপত্তি ছিল তার।

তার কাছেই বড় পরিচালকের ছবিতে কাজ করার সুযোগ থাকলেও তিনি রাজি হতে পারেননি। এরপর বেশ কিছু বছর তিনি অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। এর মধ্যেই তার বিয়ে হয় এবং গত বছর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাই ছেলে একটু বড় হতে আবার কাজের সুযোগ পেয়ে যান তিনি। তবে টলিউডে কাজ না করেও ছোটপর্দায় কাজ করে অনেক খুশি আছেন বাসবদত্তা।

Avatar

Papiya Paul

X