CM School

Moumita

পৃথিবীর সবচেয়ে বড় স্কুলের খেতাব, রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, কোথায় রয়েছে ভারতের এই স্কুল?

শিক্ষা ব্যক্তিগত বিকাশ ও সামাজিক উন্নয়নের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আর তার প্রথম সিঁড়ি হল বিদ্যালয়। সেই জন্য গোটা পৃথিবীতে বহু স্কুল রয়েছে। তবে আপনি কি ভারতের সেই স্কুল সম্পর্কে জানেন, যেটি শিক্ষার্থী সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় স্কুল।

   

এই স্কুলটি ভারতের উত্তর প্রদেশে অবস্থিত এবং নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে। অনেক বলিউড তারকা এই স্কুলে পড়াশোনা করেছেন, যা সিটি মন্টেসরি স্কুল নামে পরিচিত । তাহলে চলুন বিশ্বের সবচেয়ে বড় স্কুল সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

এইমুহুর্তে এই স্কুলে (School) প্রায় ৫৫ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। ১৯৫৯ সালে ডঃ জগদীশ গান্ধী এবং ডঃ ভারতী গান্ধী মাত্র ৫ জন শিক্ষার্থী নিয়ে এই স্কুলের ভিত্তি স্থাপন করেছিলেন। তখনকার দিনে সিটি মন্টেসরি স্কুল (C M School) তৈরি করতে খরচ হয়েছিল ৩০০ টাকা। সেই সময়ের সাপেক্ষে বিশাল অ্যামাউন্ট ছিল এটি।

City Montessori School,Biggest School Of World,Guinness World Record,UNESCO,সিটি মন্টেসরি স্কুল,পৃথিবীর সবচেয়ে বড় স্কুল,গিনিস ওয়ার্ল্ড রেকর্ড,ইউনেস্কো

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই প্রায় ১৮ শাখা রয়েছে কেবল লক্ষ্ণৌ শহরে। যদিও সিটি মন্টেসরি স্কুলের (City Montessori School) ফি ভারতের অন্যান্য প্রাইভেট স্কুলের মতো অনেক বেশি, কিন্তু এখানে শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। প্রায় ৪৫০০ এর বেশি কর্মী কাজ করে এখানে। যার মধ্যে শিক্ষকের সংখ্যাই ২,৫০০ এরও বেশি।

জেনে অবাক হবেন যে, সিটি মন্টেসরি স্কুলে ১০০০ টিরও বেশি শ্রেণীকক্ষ রয়েছে। এই স্কুলে প্রায় ৩,৭০০ টি কম্পিউটার রয়েছে শিক্ষার্থীদের জন্য। বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি, মডেল জিতেশ সিং-র মতো বিখ্যাত তারকারা সিটি মন্টেসরি স্কুল থেকে তাদের স্কুলিং করেছেন।

City Montessori School,Biggest School Of World,Guinness World Record,UNESCO,সিটি মন্টেসরি স্কুল,পৃথিবীর সবচেয়ে বড় স্কুল,গিনিস ওয়ার্ল্ড রেকর্ড,ইউনেস্কো

সাথে এটাও জানিয়ে রাখি, সাল ২০০৫-এ গিনেস ওয়ার্ল্ড বুকে নামও তুলে নিয়েছে এই স্কুলটি। এছাড়াও স্কুলটি ২০০২ সালে ইউনেস্কো কর্তৃক শান্তি শিক্ষা পুরস্কারে ভূষিত হয়েছে। সিটি মন্টেসরি স্কুল তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা কর্তৃক HOPE OF HUMANITY পুরস্কারেও ভূষিত হয়। মাত্র ৫ জন ছাত্র নিয়ে শুরু হওয়া একটি স্কুলের সাফল্যের গল্প সত্যিই বিস্ময়কর।