বলিউডের ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। এই অভিনেতা তার অভিনয় দক্ষতা দিয়ে চলচ্চিত্র জগতে কয়েক দশক ধরে রাজত্ব করেছেন। বলিউড ও টলিউড দুই জায়গাতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। আর তাই তাঁর ব্যক্তিগত জীবনের সমস্ত কিছুই নেটিজেনদের চর্চার বিষয়। প্রসঙ্গত মিঠুনের ছেলে মিমো এবং তার স্ত্রী যোগিতা ইন্ডাস্ট্রির সুপরিচিত নাম হয়ে উঠলেও তাঁর মেয়ে দিশানীর কথা খুব কম মানুষই জানেন। তবে সম্প্রতি নিজের গ্ল্যামারাস লুকের সৌজন্যে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। চলুন আজ দেখে নিই এই কিংবদন্তির মেয়ের এক ঝলক।
প্রসঙ্গত, অভিনেতার তিন পুত্র সন্তান, মিমোহ চক্রবর্তী রিমোহ চক্রবর্তী, নামসী চক্রবর্তী, এবং এক কন্যা দিশানী চক্রবর্তী। তবে দিশানীর কথা বললে সে মিঠুনের নিজের সন্তান নয়। শোনা যায় দিশানীকে কলকাতার পরিত্যক্ত এক জায়গা থেকে তুলে নিয়ে তাকে নিজের মেয়ে হিসাবে দত্তক নিয়েছিলেন মিঠুন। স্বাভাবিকভাবেই তিন ভাইয়ের পর একমাত্র বোন, বাড়ির সকলের কাছেই আদরের পাত্রী। তবে দিশানী এখনও অভিনয় জগতে পা না রাখলেও সৌন্দর্যের নিরিখে টেক্কা দিতে পারে ইন্ডাস্ট্রির যে কোনও বড়ো অভিনেত্রীকে। সম্প্রতি তার কিছু গ্ল্যামারাস ছবি দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার স্টাইলিশ লুক আর ফ্যাশন সেন্স যে কোনও পুরুষের হৃৎস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
তার এইসব ছবি প্রকাশ্যে আসার পর থেকেই, প্রতিনিয়ত অনুরাগীদের কমেন্টে ভরে উঠছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। দিশানীর ফটোতে একজন ইউজার তার প্রশংসা করে লিখেছেন, “ওয়াও কী দূর্দান্ত স্টাইল, আপনি অবশ্যই সবাইকে প্রতিযোগিতায় হারিয়ে দেবেন।” এর পাশাপাশি আরও একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি আপনার বাবার মতোই বড় সুপারস্টার হবেন।’
দিশানীর কেরিয়ারের কথা বলতে গেলে, তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন দিশানী। ভবিষ্যতে বাবার মতোই অভিনয় করতে চান তিনি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে দেখা যেতে পারে মিঠুন কন্যাকে। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় থাকেন দিশানী। আর বলাই বাহুল্য খুব অল্প বয়সেই তার ফ্যান ফোলোয়িংও আকাশছোঁয়া।