বলিউডে বেশ কিছু অভিনেতা রয়েছেন যারা একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে। অভিনয়ের জোরে প্রশংসিত হয়েছেন দর্শকদেরও মধ্যে। আজ তেমনই একজন অভিনেতার কথা বলতে চলেছি যিনি ভারতীয় দর্শকদের মধ্যে সদা জনপ্রিয়। আজ বহুদিন হয়ে গেল অবসর নিয়েছেন সিনেমা জগৎ থেকে, কিন্তু তিনি তার দুর্দান্ত অভিনয় শৈলী এবং দৃঢ় সংলাপ দ্বারা দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে রয়ে গেছেন আজও।
কিন্তু আজ আমরা তার অভিনয় জীবন নয়, তার ব্যক্তিগত জীবন নিয়ে বলতে চলেছি। কিন্তু আপনি কি জানেন তিনি কাকে বিয়ে করেছেন? সাধারনত বলিউডি হিরোদের স্ত্রীরা লাইমলাইটে থাকলেও সানি দেওলের স্ত্রী এসব থেকে বহু দূরে। খুব কমই দেখা যায় তাকে।
১৯৮৪ সালে সানি বিয়ে করেন পূজা দেওলকে। কিন্তু এত বড় সুপারস্টার এর স্ত্রী হয়েও অনেকেই তার নাম অবধি জানেন না। জানেন কিরকম সুন্দরী তিনি? তবে শুধু সুন্দরী নয় তিনি একই সাথে সুশিক্ষিতা। তিনি এতটাই কম লাইমলইটে আসেন যে, বিভিন্ন পর্টিকেও এড়িয়ে চলেন তিনি। কিন্তু কিভাবে কাছাকাছি এলেন তারা?
জানা যায় লন্ডনে শুরু হয় তাদের সম্পর্ক। পূজা দেওল গেছিলেন পড়াশোনা করতে এবং সেখানেই সাক্ষাত হয় তাদের। আর তারপরই একে অপরের প্রেমে পড়ে কাটিয়ে দিলেন এতগুলো বছর। এমনকি কেরিয়ার মধ্যগগনে থাকার সময়ই বিয়ে করেন তিনি। আসলে সেই সময় নায়করা বিয়ে করে নিলে তার প্রভাব পড়ত নারী ফ্যান ফলোয়িং নিয়ে, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করেননি সানি।
তবে এই বিয়ের খবর অনেক পরে প্রকাশ পায়। আর আজ তাদের দুই সন্তান রয়েছে করণ দেওল এবং রাজবীর দেওল। আপনাদের জানিয়ে রাখি যে, সানি দেওলের বড় ছেলে করণ দেওল বাবার মতই পা রাখতে চলেছেন বলিউডে। এখন দেখার বাবার মত জনপ্রিয় হতে পারেন কিনা।