বাবা ছিলেন জনপ্রিয় খেলোয়াড়। অথচ সন্তানরা বেছে নিয়েছেন অন্য পেশা। এসেছেও সাফল্য। বলিউডের (Bollywood) এমন অনেক তারকাই আছেন যারা স্টারকিড তকমাকে কাজে লাগিয়েই সাফল্য পেয়েছে। আবার অনেকেই গড়ে নিয়েছে নিজেদের জায়গা। ৯০ এ দশকের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেকেই রয়েছেন সেই তালিকায়।
মডেলিং থেকে অভিনয়। আজও মাথা উঁচু করে টিকে রয়েছেন বলিউডে। অথচ অভিনয়ের বদলে তারা বেছে নিতে পারতেন অন্য পেশা। ক্রীড়া জগতে যথেষ্ট সম্মানিত ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত এই তারকাদের বাবা। এই তালিকায় কে কে রয়েছেন সে কথাই জানাবো আজকের এই প্রতিবেদনে।
সইফ আলি খান : শুরুটা করেছিলেন অনেক আগেই। কয়েক দশক ধরেই স্বমহিমায় তিনি টিকে আছেন বলিউডে। বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। অথচ এই অভিনেতার বাবা ভারতীয় ক্রিকেটার। মনসুর আলি খান পতৌদির ছেলে তিনি। যদিও বাবার দেখানো পথে না হেঁটে বরং মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয় জগতকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এই তারকা।
সোহা আলি খান : খুব বেশি ছবিতে অভিনয় করেননি তিনি। তবে বেশ কিছু হিট ছবিতে দেখা গেছে সাইফ আলি খানের বোন সোহা আলি খানকে। দাদা এবং মায়ের দেখানো পথে হেঁটে কেরিয়ার গড়েছেন তিনি।
দীপিকা পাড়ুকোন : বলিউডের যে সমস্ত জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। এমনকি হলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। একের পর এক হিট ছবিতে দেখা গেছে মাস্তানিকে। তবে এই অভিনেত্রীর বাবা প্রকাশ পাড়ুকোন একজন সুপরিচিত ব্যাডমিন্টন খেলোয়াড়। তবে বাবার দেখানো পথে না হেঁটে অভিনয় জগতেই কেরিয়ার গড়েছেন তিনি।
মাসাবা গুপ্তা : একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তার কন্যা মাসাবা গুপ্তা। মা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বাবা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। অথচ মেয়ের পছন্দ ফ্যাশন ডিজাইনিং। বাবা ভিভিয়ান রিচার্ডসের মত খেলাধুলোর দিকে ঝুঁকতে দেখা যায়নি তাঁকে।