টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,টিআরপি তালিকা,জী বাংলা,স্টার জলসা,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,TRP List,Zee Bangla,Star Jalsa

Moumita

TRP তালিকায় বড়ো রদবদল! পাশা উলটে বেঙ্গল টপার ‘ধুলোকণা’! বাকিরা কে কোথায়?

সপ্তাহের বৃহস্পতিবার দিনটা প্রত্যেক সিরিয়ালপ্রেমীর জন্যেই বড্ডো গুরুত্বপূর্ণ। কারণ এইদিনই প্রকাশিত হয় টিআরপি (TRP) তালিকা। তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক রদবদল দেখা যাচ্ছে এই টিআরপির খেলায়। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। এক ধাক্কায় গৌরী এলো-কে টপকে ধুলোকণা চলে এসেছে এক নাম্বারে।

   

লালন কি নিজের বৌকে চিনতে পারবে? এই নিয়ে যে উৎসাহ দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল তাতে করে এটা তো হওয়ারই ছিল। সাথে প্রাপ্ত নম্বরও নজরকাড়ার মতো। এই সপ্তাহে লালন-ফুলঝুরির ঝুলিতে এসেছে মোট ৮.৮ নম্বর। এদিকে দ্বিতীয় স্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে অনুরাগের ছোঁয়া আর গৌরী এলো-র মধ্যে। সৌর্যর ভুল কি ভাঙবে? দীপার ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগিয়ে চলেছে, আপাতত এই প্রশ্নে ছয়লাপ নেটপাড়া।

‘মিঠাই’ তো আগেই তলিয়ে গেছে তাহলে কি এবার গাঁটছড়ারও সেই একই অবস্থা? এই আশঙ্কাও মিথ্যে হলনা। শেষমেশ জগদ্ধাত্রীও টিআরপি-তে হারিয়েই দিল গাঁটছড়াকে। সত্যি বলতে জগদ্ধাত্রীর গল্প যেভাবে তরতরিয়ে এগিয়ে চলেছে তাতে করে তার থেকে চোখ ফেরাবে কার সাধ্যি! জানিয়ে দিই প্রেগন্যান্ট মিঠাইরানির নম্বর ৬.৮, এবারেও আটে।

এক নজরে দেখে নিন বাংলা টেলিভিশনের সেরা ১০ ধারাবাহিকের টিআরপি নম্বর :

প্রথম- ধুলোকণা (৮.৩)

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৭)/ গৌরী এলো (৭.৭)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৫)

চতুর্থ- আলতা ফড়িং (৭.৩)

পঞ্চম- গাঁটছড়া (৭.২)

ষষ্ঠ- মাধবীলতা (৬.৮)

সপ্তম- সাহেবের চিঠি (৬.৫)

অষ্টম- মিঠাই (৬.৪)

নবম- এক্কা দোক্কা (৬.৩)

দশম- খেলনা বাড়ি (৬.২)

এদিকে শেষ হতে চলা পিলু পেয়েছে (৪.০)। আর লালকুঠির ঝুলিতে এসেছে (৪.২)। উড়ন তুবরির টিআরপি আরও কম (৩.৬)। এখান থেকে একটা কথা স্পষ্ট যে চলতি সপ্তাহে জি বাংলা কিন্তু স্টার জলসার কাছে হেরে ভূত। মাত্র ৩ টি সিরিয়াল সেরা দশে জায়গা করতে সক্ষম হয়েছে।