রোম-কম সিনেমার জন্য বিখ্যাত বলিউডের(Bollywood) তারকা কার্তিক আরিয়ান(Kartik Aaryan)। ‘প্যায়ার কা পঞ্চনামাতে’ কার্তিক আরিয়ানের সেই মনোলোগ আজও ভোলেনি দেশবাসী। কার্যত কার্তিক আরিয়ানের সেই ফেমকে কাজে লাগিয়েই যে, “ভুলভুলাইয়া-২”(Bhool Bhulaiyaa) ছবি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে অনীশ বাজমির এই হরর কমেডি সিনেমা। প্রথমদিন এই ছবি ব্যবসা করেছিলো প্রায় ১৪.১১ কোটি টাকা। রবিবার সকলকে অবাক করে দিয়ে রেকর্ড ব্যবসা করছে কার্তিক আরিয়ানের “ভুলভুলাইয়া-২”।
বলিউডের একেবারে বাইরে থেকে এসে বি-টাউনে রাজত্ব করছেন কার্তিক আরিয়ান। মাথার উপর নেই কোনও গড ফাদার। নিজের দক্ষতার জোরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন দর্শকদের। তার সাম্প্রতিক ছবি “ভুলভুলাইয়া-২” এই মরশুমে মুক্তি পাওয়া ছবি গুলির মধ্যে প্রথমদিনের ব্যবসায় শীর্ষস্থানে ছিলো এই ছবি। দ্বিতীয় দিনে বাড়লো আরও আয়। ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায় দ্বিতীয় দিন ১৮.৩৪ কোটির ব্যবসা করেছে। অর্থাৎ দু দিনে মোট ৩২.৪৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। রবিবার ব্যবসা আরও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩.৫০ কোটির ঘরে। সপ্তাহান্তে ছবির মোট আয় ৫৫.৯৫ কোটি। একইসঙ্গে দ্রুত এই ছবির ১০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন ছবির নির্মাতা থেকে ট্রেড অ্যানালিস্টরা।
প্রসঙ্গত, পরিচালক অনীশ বাজমির ব্লকবাস্টার হিট ছবি ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া টু’। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় অক্ষয় কুমার, বিদ্যা বালান, সাইনি আহুজা, আমিশা পটেলকে। ‘ভুলভুলাইয়া-২’ তে মূখ্য ভূমিকায় রয়েছেন, কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি এবং টাবু। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা প্রমুখ অভিনেতারা।
উল্লেখযোগ্য বিষয় হলো, কার্তিক আরিয়ানের এই কমেডি হরর ছবিটি পেছনে ফেলে দিয়েছে আলিয়ার বিখ্যাত ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’কেও। বলিউডের এই বছরের প্রথম সপ্তাহান্তের নিরিখে এই মুভিটি সবচেয়ে বেশি আয় করেছে। আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সপ্তাহ শেষে মোট ব্যবসা করেছে ৩৯.১২ কোটি টাকা, দ্বিতীয় নম্বরে ৩৬.১৭ কোটি টাকা আয় করে রয়েছে অক্ষয় কুমারের ছবি ‘বচ্চন পান্ডে’ এবং এই বছরের সর্বোচ্চ আয় করা বলিউড মুভি কাশ্মীর ফাইলস সপ্তাহান্তে ২৭.১৫ কোটি টাকা আয় করে।