নিউজশর্ট ডেস্কঃ এই গরমে টিকতে না পেরে এখন বহু মানুষ বাড়িতে এসি(AC) লাগাচ্ছেন। অনেকে আছেন যারা এসির খরচ বহন করতে পারবেন না বলে বাড়িতে এয়ার কুলার লাগিয়ে নিয়েছেন। তবে এসির যেহেতু খরচ বেশি তাই এটিকে যত্ন করে রাখার প্রয়োজন আছে। কারণ এসির কোন একটি অংশ খারাপ হলেই অনেক টাকা লেগে যায় সেটি মেরামত করার জন্য।
তবে এসি ব্যবহারের সময় বিশেষ কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা জরুরি যাতে বিস্ফোরণের মতো কোনো ঘটনা না ঘটে। তাই আপনার এয়ার কন্ডিশনার আপনি এই সিগনাল পান তাহলে অবশ্যই সাবধান হয়ে যান। এই গরমে এখন মানুষের কাছে একমাত্র ভরসা এসি। তাই মার্কেটে এসির চাহিদাও আকাশছোঁয়া।
যেহেতু এটি একটি ইলেকট্রনিক পণ্য, তাই এসি ব্যবহার করার সময় বিশেষ কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত। ভারতে এয়ারকন্ডিশনের প্রবণতা যেহেতু প্রচুর পরিমাণে বাড়ছে, তাই বিস্ফোরণের আশঙ্কাও প্রচুর থাকছে। তাই এসি বিস্ফোরণ হওয়া স্বাভাবিক।
তবে কি কারনে এসি বিস্ফোরণ হয় সেগুলো একটু জেনে রাখা দরকার-
যদি লো কোয়ালিটির এবং পুরনো দিনের এসি থাকে তাহলে বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে।
কম্প্রেসারে ময়লা জমে থাকলে সেক্ষেত্রে কম্প্রেসার জাম হয়ে যেতে পারে।
এছাড়া এসি থেকে গ্যাস লিক করলে।
একটানা দীর্ঘ সময় এসি চলতে থাকলে এসির ওপরে চাপ পড়ে। যার ফলে শর্ট সার্কিটের সম্ভাবনা বাড়তে পারে।
বিদ্যুতের উচ্চ ভোল্টেজ ইলেকট্রনিক পণ্যের ওপর বিশেষ করে চাপ বাড়ায়।
দীর্ঘদিন ধরে যদি এসি সার্ভিস না করা হয়।
বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগের সময় যদি এসি চালানো হয়।
আর্থিং সিস্টেম ব্যাহত হলে এসি বিস্ফোরণ ঘটতে পারে।
এই এসি বিস্ফোরণের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে?
এক্ষেত্রে সময় সময় এসি সার্ভিসিং করা প্রয়োজন।
ঘরের আকার অনুযায়ী সঠিক ক্ষমতায় এসি লাগাতে হবে।
নির্ভরযোগ্য এবং ভালো ব্র্যান্ডের এসি কিনতে হবে।
একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দিতে হবে।
নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ফিল্টার পরীক্ষা করতে হবে।
হাইভোল্টেজ এড়ানোর জন্য বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে।
বৃষ্টি, বজ্রপাত যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় এসি ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া এসির বাইরের যন্ত্রটি এমন জায়গায় লাগাতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে।