YouTube

YouTube: ইন্টারনেট ছাড়া চলবে YouTube! এই স্পেশ্যাল ট্রিকস জানলে বাঁচবে অনেক টাকা

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে প্রায় প্রতিটি ঘরে ঘরেই রয়েছে স্মার্টফোন (Smartphone)। কারও  কাছে আবার দু’তিনটে করেও স্মার্টফোন থাকে। আর এই স্মার্টফোনগুলি এখন যে অ্যাপটি ছাড়া অচল সেটি হল ইউটিউব (YouTube)। হাতের আঙুলের স্পর্শে একবার ইউটিউব খুললেই চোখের সামনে এসে হাজির হয় হাজার হাজার কনটেন্ট (Content)।

এই ইউটিউবে অ্যাপে কেউ গান শুনতে ভালোবাসেন তো কেউ আবার নানান ধরনের ভ্লগ দেখেন। কেউ আবার হাসি মজার হরেকরকমের কনটেন্ট  দেখতে পছন্দ করেন। তবে ইউটিউবে এইসব ভিডিও কিংবা গান শোনার জন্য প্রচুর ইন্টারনেট (Internet) খরচ হয়ে থাকে।

কিন্তু তাই আজ আপনাদের জানাবো এমন একটি পদ্ধতি সম্পর্কে যার মাধ্যমে কোন ডেটা খরচ না করেই চালানো যাবে ইউটিউব।

অফলাইন মোড,Offline Mode,স্মার্টফোন,Smartphone,ইউটিউব,YouTube,কনটেন্ট,Content,ইন্টারনেট,Internet,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানেন ইন্টারনেট ছাড়া ইউটিউব কী ভাবে কাজ করে?

কেউ যদি যদি অফলাইন মোড (Offline Mode) অন করে ইউটিউব চালান তাহলে কিন্তু খুব বেশি ডেটা খরচ হয় না। শুধু তাই নয় এক্ষেত্রে ইন্টারনেট ছাড়াই যখন খুশি পছন্দের ভিডিও দেখা যেতে পারে। পছন্দের ভিডিও কিংবা গান বারবার শোনার জন্য এই অফলাইন মোড বেশ কার্যকরী। এই সব ভিডিও-র নীচেই থাকে ডাউনলোড অপশন। এই অপশনে ক্লিক করে সেই ভিডিও ডাউনলোড করেও বারবার তা দেখা যায়।

আরও পড়ুন: দুর্দান্ত কুলিংয়ের পাশাপাশি কমাবে বিদ্যুতের বিল! সাধারণ ফ্যানের সাথে কোথায় আলাদা BLDC ফ্যান?

ইউটিউব ভিডিও অফলাইনে কীভাবে চালায় জানেন?

প্রথমেই ইউটিউবে পছন্দের ভিডিও অন খুলে নিতে হবে।

তারপর সেই ভিডিও-র নিচে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।

এরপর ভিডিও-র কোয়ালিটি সেভ করতে হবে।

সেখানেই থাকে কম (144p), মাঝারি (360p) এবং বেশি (720p) অপশন।

যে ভিডিও-র কোয়ালিটি যত ভালো হবে সেই ভিডিও ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেট খরচ হবে।

ভিডিও ডাউনলোড হওয়ার পর যেখানে খুশি, যখন খুশি চালানো যাবে।

অফলাইন মোড,Offline Mode,স্মার্টফোন,Smartphone,ইউটিউব,YouTube,কনটেন্ট,Content,ইন্টারনেট,Internet,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অফলাইনে ক’টা ভিডিও সেভ করা যাবে?

অফলাইন মোডে ডাউনলোড করা ভিডিওগুলি ফোনের ইন্টার্নাল স্টোরেজে সেভ হয়। তাই ইউটিউবে অফলাইন ভিডিও দেখার জন্য ফোনে স্টোরেজ থাকা জরুরি। এছাড়াও মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে অর্থাৎ ইউটিউব প্রিমিয়াম নিলেও  স্মার্ট ডাউনলোড ফিচার পাওয়া যাবে। এরফলে ইউটিউব প্লেলিস্টেই থেকে যাবেসেই ভিডিও। এইভাবে ভিডিও-র পাশাপাশি ইউটিউব মিউজিকও ডাউনলোড করা যায়।

Avatar

anita

X