রেমো ডিসুজা,Remo D'Souza,হিমেশ রেশমিয়া,Himesh Reshammiya,নেহা কক্কর,Neha Kakkar,নেহা ধুপিয়া,Neha Dhupia,রোহিত শেঠি,Rohit Shetty,মালাইকা আরোরা,Malaika Arora,শিল্পা শেঠি,Shilpa setty,বলিউড,Bollywood,বিনোদন,Entertainment

Moumita

রোহিত শেট্টি থেকে মালাইকা অরোরা, প্রত্যেক এপিসোডের জন্য কত পারিশ্রমিক পান বলিউডের জনপ্রিয় বিচারকেরা

রিয়েলিটি শো তো আমরা সবাই দেখি। কিন্তু জানেন কি এই রিয়েলিটি শো’তে যারা বিচারক থাকেন তাদের পারিশ্রমিক ঠিক কত? আজ আমরা আপনাকে জানাবো এমনই কিছু জনপ্রিয় বিচারকের পারিশ্রমিক সম্পর্কে।

   

রেমো ডি’সুজা(Remo D’Souza): শাহরুখ খানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু। বর্তমানে তিনি নিজে একজন পরিচালক, অভিনেতা তথা নৃত্য পরিচালক। বলাই বাহুল্য, রেমো ডি’সুজা নাচের জগতকে নতুন দিশা দেখিয়েছেন। রেমো যখন ‘ড্যান্স ইন্ডিয়া ডান্স’এর বিচারক ছিলেন তখন তিনি প্রতি এপিসোডের জন্য ২.৫ লক্ষ টাকা নিতেন।

হিমেশ রেশমিয়া: গায়ক এবং সঙ্গীত সুরকার হিমেশ রেশমিয়া জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর অন্যতম বিচারক। হিমেশ রেশমিয়া একটি এপিসোডের জন্য প্রায় ৮ লাখ টাকা চার্জ করেন।

নেহা কক্কর: ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্কর। গানের রিয়েলিটি শো-এর প্রাণ হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি তিনি ‘ইন্ডিয়ান আইডল’ শো-এর বিচারক। নেহা একটি এপিসোডের জন্য ৫ লাখ টাকা নেন।

নেহা ধুপিয়া: বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া হয়তো চলচ্চিত্রের জগতে খুব একটা নাম কামাতে পারেননি, কিন্তু ‘রোডিজ’-এ বিচারক হয়ে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। নেহা ধুপিয়া একটি এপিসোডের জন্য ৮ লাখ টাকা চার্জ করেন।

রোহিত শেঠি: চিত্র পরিচালক রোহিত শেট্টি যুক্ত রয়েছেন স্ট্যান্টের রিয়্যালিটি শো খতরো কে খিলাড়ির সঙ্গে। তিনি ৫ বছর ধরে ‘খতরন কে খিলাড়ি’ হোস্ট করছেন। জানা যাচ্ছে যে তিনি প্রতি এপিসোডের জন্য ৯ লাখ টাকা নিয়ে থাকেন।

মালাইকা অরোরা: মালাইকা অরোরাকে অনেক টিভি রিয়েলিটি শো’তে বিচারকের আসনে দেখা যায়। বর্তমানে তিনি ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এ বিচারক হিসেবে রয়েছেন। প্রতি সিজনের জন্য তিনি চার্জ করেন ১ কোটি টাকা।

শিল্পা শেঠি: সুপার ডান্সারে বিচারকের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। খবর অনুযায়ী, ‘সুপার ডান্সার’-এর জন্য ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই বলি সুন্দরী।