Mukesh Ambani

ভারতের সবচেয়ে ধনী পরিবার, ‘ধনকুবের’ মুকেশ আম্বানি সহ বাড়ির সদস্যদের বিদ্যার দৌড় শুনলে চমকে যাবেন

আম্বানির(Ambani) ছেলেমেয়েরা বরাবরই ‘টক অফ দ্য টাউন’। কোন সন্দেহ নেই যে এই পরিবারের ছেলেমেয়েরা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে। তাদের অর্থ এবং প্রতিপত্তির বিষয়ে তো সবাই অবগত। তবে তাদের কোয়ালিফিকেশন(Qualification) সম্পর্কে ধারণা আছে কি? আসুন জেনে নেওয়া যাক আম্বানি সন্তানদের শিক্ষা, জীবন, কেরিয়ার সম্পর্কিত কিছু তথ্য।

অনন্ত আম্বানি : মুকেশপুত্র অনন্ত আম্বানির স্কুলিং হয়েছিল ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। পরে তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কম্প্লিট করেন।

ইশা আম্বানি : মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন ইশা। এরপর যুক্তরাষ্ট্রের ইয়ালে বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে গ্র্যাজুয়েশন করেন।

আকাশ আম্বানি : আকাশ ক্যাম্পিয়ন স্কুল এবং মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি ব্রাউন ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন।

রাধিকা মার্চেন্ট : আম্বানি পরিবারের নববধূ হলেন রাধিকা মার্চেন্ট। তিনি ইকোল মন্ডিয়েল ওয়ার্লড স্কুল এবং ক্যাথেড্রাল অ্যন্ড জন ক্যানন স্কুল থেকে পড়াশোনা করেছেন।

শোকা মেহতা আম্বানি : আকাশ আম্বানির স্ত্রী শোকা-ও ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। নিউ জার্সির প্রিন্সেটন বিশ্ববিদ্যালয় থেকে অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

নীতা আম্বানি : আম্বানিপত্নী নীতা আম্বানিও কমার্সে ব্যাচলার ডিগ্রি অর্জন করেছেন।

মুকেশ আম্বানি : অনেকেই হয়তো জানেন না ভারতের এই ধন কুবের কিন্তু নিজের এমবিএ পর্যন্ত শেষ করেনি। তবে এমবিএ ড্রপ আউট হয়েও বর্তমানে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম।

Avatar

Moumita

X