SBI

SBI: ৩০ সেপ্টেম্বরের মধ্যে করুন এই বিশেষ কাজ, SBI দিচ্ছে বড়লোক হওয়ার সুযোগ! মিস করলে বিরাট লস

নিউজশর্ট ডেস্কঃ আপনার যদি ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্কে(State Bank Of India) অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। আপনি যদি আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে এই বিশেষ কাজ করে থাকেন তাহলে লাভবান হবেন। স্টেট ব্যাংকের তরফ থেকে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য দুটো বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আসা হয়েছে।

যেখানে সাধারণ ডিপোজিটের থেকে বেশি পরিমাণে সুদ পাওয়া যাবে। তাছাড়া এই বছর ফিক্সড ডিপোজিট সুদের হার কমাতেও পারে ব্যাঙ্ক। এই দুটো স্পেশাল ডিপোজিট পরিকল্পনা সম্পর্কে জানতে পুরো প্রতিবেদনটি পড়ে ফেলুন। এই দুটো স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমের নাম হল অমৃত কলস ডিপোজিট এবং উইকেয়ার ডিপোজিট স্কিম।

অমৃত কলস ডিপোজিট স্কিম: SBI এক বছর থেকে দু বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৮০ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। কিন্তু আপনি অমৃত কলস ডিপোজিট স্কিমে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.১০ শতাংশ সুদ পাবেন। আর আপনি যদি প্রবীণ নাগরিক হন তাহলে ৭.৬০ শতাংশ সুদ পাবেন।

আরও পড়ুন: Tata Motors: Tata-র এই গাড়ির কাছে পাত্তা পাবে না Maruti Swift, মিলবে বিশাল মাইলেজ, সঙ্গে দুর্ধর্ষ ফিচার্স

উইকেয়ার ডিপোজিট স্কিম: SBI-এর তরফ থেকে পাঁচ বছরের মেয়াদের FD-এর ক্ষেত্রে ৬.৫% সুদের হার দেওয়া হয়। সেখানে এই স্কিমে ৭.৫% সুদ দেওয়া হচ্ছে। আর প্রবীণ নাগরিকেরা এই স্থায়ী আমানতে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় এক শতাংশ বেশি সুদ পাবেন। এই সুদের মেয়াদ সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত।

SBI

এসবিআই-এর এই দুই ফিক্সড ডিপোজিট স্কিমে  বিনিয়োগ করার শেষ তারিখ ছিল ৩১ শে মার্চ ২০২৪, বর্তমানে সেটি বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৪ করা হয়েছে। তাই ৩০ শে সেপ্টেম্বর এর আগে এই দুই স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করলে আপনি লাভবান হতে পারেন।

Avatar

Papiya Paul

X