Travel

Travel: বাংলার বুকে বিশ্বের প্রাচীনতম টি-রিসর্ট, রয়েছে ভিক্টোরিয়ান বাংলো, নাম জানলেই ‘হাঁ’ হয়ে যাবেন

নিউজ শর্ট ডেস্ক: বাঙালির ঘুরতে যাওয়ার জন্য কোন মরসুম লাগে না। বিশেষ করে পাহাড় প্রেমীদের জন্য পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য বছরের যে কোন সময়ই আদর্শ। তাই কর্ম ব্যস্ত জীবন থেকে দু-তিন দিনের ছুটিতেই এখন অনেকেই কিছুটা অবসর সময় কাটানোর জন্য ব্যাগ-পত্র গুছিয়ে নিশ্চিন্তে ছুটে চলেন দার্জিলিং (Darjeeling) এর দিকে।

সারি সারি পাইন গাছ আর পাহাড়ি নিস্তব্ধতার মধ্যে একবার পৌঁছে যেতে পারলেই যেন নিমিষে দূর হয়ে যায় সমস্ত ক্লান্তি। তবে এখনকার দিনে অনেকেই ছুটিতে ঘুরে না বেড়িয়ে শান্ত-নিরিবিলি পাহাড়ি পরিবেশের কোন টি-রিসর্টে (Tea-Resort) বসেই সময় কাটাতে পছন্দ করেন। তেমনি এই শৈল শহর দার্জিলিং-এর বুকেই  রয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন একটি টি-রিসর্ট।

সবচেয়ে মজার বিষয় হল এখনকার দিনে চারিদিকে রমরমিয়ে টি-রিসর্ট গজিয়ে উঠলেও, একটা সময় ছিল, যখন এই প্রাচীনতম রিসর্টটি চালু হয়েছিল তখন নাকি এমন কনসেপ্ট একেবারে ছিল না বললেই চলে। ইতিহাসের পাতা উল্টে জানা যায়, বিশ্বের এই প্রাচীনতম টি এস্টেট-টি নির্মিত হয়েছিল ১৮৬২ সালে।

ভ্রমণ,Travel,দার্জিলিং,Darjeeling,টি-রিসর্ট,Tea-Resort,সিংতাম টি এস্টেট,Singtam Tea Estate,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানলে অবাক হবেন দার্জিলিং শহর থেকে মাত্র ২০ মিনিটেই পৌঁছানো যাবে এই বিখ্যাত টি রিসর্টে। যা আসলে সিংতাম টি এস্টেট (Singtam Tea Estate) নাম পরিচিত। দাবি করা হয় একমাত্র এখানে এলেই পাওয়া যাবে খাঁটি, ঐতিহ্যবাহী চা বাগানের অভিজ্ঞতা। সেইসাথে উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ, আর মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য।

আরও পড়ুন: হয়রানির দিন শেষ! দমদমের কাজ মিটলে চলবে অতিরিক্ত ১০০ লোকাল! মিলবে আরও একগুচ্ছ সুবিধা

ভারতের এটাই একমাত্র টি রিসর্ট যেখানকার ১৬০০ একর ব্যক্তিগত এস্টেটের মধ্য দিয়েই হেঁটে বেড়ানো যাবে সারাদিন। আর সেইসাথে রাতে বিলাসবহুল রিসর্টে সময় কাটানো যাবে। এই রিসোর্টের বাংলোগুলো পুরনো দিনের বিশাল বড় বড় সাহেবি বাংলো। তাই প্রায় ১০০ বর্গফুটের রুমে-ও চলবে একার রাজত্ব।

ভ্রমণ,Travel,দার্জিলিং,Darjeeling,টি-রিসর্ট,Tea-Resort,সিংতাম টি এস্টেট,Singtam Tea Estate,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখানকার প্যানোরামিক পর্বতের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। তাছাড়া ভিক্টোরিয়ান আর্কিটেকচারে তৈরি এই প্রপার্টি নিজেই একটা বিস্ময়। জানা যাচ্ছে, মোট ৩ একর এলাকার উপরেই পুরো এই বাংলোটি তৈরী হয়েছে। জানা যাচ্ছে, ১৮৫৪ সালে একজন জার্মান ধর্মযাজক জোয়াকিম স্টোয়েকে শুরু করেছিলেন, সিংতাম টি এস্টেট। এটি দার্জিলিং-এর ২য় প্রাচীনতম চা এস্টেট। রিসর্ট হিসেবে প্রথম।

নিজের গাড়ি নিয়ে ঢুকলে এখানে  প্রতিদিন ৫০০ টাকা পার্কিং দিতে হবে। তাছাড়া থাকা খাওয়ার জন্য প্রত্যেক রাম পিছু খরচ হয় প্রায় ৭-১০-১১ হাজার টাক। এর মধ্যেই থাকে সমস্ত খরচ। সিংতাম টি রিসর্টের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখান থেকেই সমস্ত বুকিং করা যায়।

Avatar

anita

X