বলিউড,বিনোদন,সম্পদ,শাহরুখ খান,আমির খান,অমিতাভ বচ্চন,Bollywood,Entertainment,Net Worth,Shahrukh Khan,Amitabh Bachchan

Moumita

না ছিল কোনো গডফাদার, না ছিল পরিচিতি, তবুও আজ ফোর্বসের তালিকায় সবচেয়ে ধনী এই ৫ বলিউড তারকা

বলিউডে কেরিয়ার তৈরি করা এবং গ্ল্যামারাস জীবনযাপন করা অনেকেরই স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেক মানুষই মায়ানগরীর উদ্দেশ্যে পাড়ি দেন। তবে শুধু স্বপ্ন দেখলেই তো হয়না, স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য প্রয়োজন হয় প্রতিভা এবং অভিনয় দক্ষতা। বলিউডে টিকে থাকতে গেলে প্রয়োজন হয় পরিচিতি এবং সাহস। তবে এইমুহুর্তে এমন কিছু ব্যক্তিত্ব গোটা বলিউড জুড়ে রাজত্ব কায়েম করেছেন যাদের কেরিয়ারের শুরুতে না ছিলো কোনও পরিচিতি আর না ছিলো কোনো গড ফাদার। অনাগত হয়েও বাইরে থেকে এসে নিজের প্রতিভার জোরে গড়ে তুলেছেন নিজেদের এক আলাদা সাম্রাজ্য। সাথে ফোর্বসের সেরা ধনীর তালিকাতেও নাম লিখিয়েছেন তারা।

   

1. শাহরুখ খান:- বলিউড বাদশা’কে বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। বলিউডে কিং খান নামে পরিচিত শাহরুখ খান’এর বিশ্বজুড়ে লাখো-কোটি ভক্ত ছড়িয়ে আছে যাদের ভালোবাসা জমা পড়েছে তাঁর ঝুলিতে। তাঁর সম্পত্তির প্রসঙ্গে বললে, কিং খান ৮০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৬২৫০ কোটি টাকার সম্পত্তির মালিক। আইপিএলে শাহরুখের নিজস্ব দল কলকাতা নাইট রাইডার্সও রয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট নামে তার নিজস্ব প্রোডাকশন হাউসও রয়েছে।

বলিউড,বিনোদন,সম্পদ,শাহরুখ খান,আমির খান,অমিতাভ বচ্চন,Bollywood,Entertainment,Net Worth,Shahrukh Khan,Amitabh Bachchan

2. অমিতাভ বচ্চন:- সেলফমেড সুপারস্টারের কথা হবে আর সেই তালিকায় বলিউড-এর বিগ বি-এর নাম থাকবেনা তাই কখনও হয়! নিজের অভিনয় এবং কঠোর পরিশ্রম দিয়ে একজন সফল অভিনেতা হয়ে উঠেছেন তিনি। বিগ বি ১৯৬৯ সালে সাত হিন্দুস্তানি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। আজ অমিতাভ বচ্চন প্রায় ৩৯০৮ কোটি টাকার সম্পদের মালিক। জানিয়ে রাখি অমিতাভ বচ্চন একটি ফিল্মের জন্য ২০-৩৫ কোটি টাকা চার্জ করেন, এছাড়াও তিনি জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোড়পতির একজন প্রযোজক এবং হোস্টও।

বলিউড,বিনোদন,সম্পদ,শাহরুখ খান,আমির খান,অমিতাভ বচ্চন,Bollywood,Entertainment,Net Worth,Shahrukh Khan,Amitabh Bachchan

3. অক্ষয় কুমার:- বি টাউনের খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমার বছরে চার থেকে পাঁচটি ছবি করেন, যার মধ্যে নাটক, কমেডি, দেশাত্মবোধক, অ্যাকশন এবং রোমান্টিক সব ধরনের সিনেমাই থাকে। মোট সম্পত্তির কথা বললে, প্রায় ২৬০০ কোটি টাকার সম্পদের মালিক অক্ষয়। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অক্ষয় একটি ছবির জন্য ৫০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও হরি ওম এন্টারটেইনমেন্ট নামে তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে।

বলিউড,বিনোদন,সম্পদ,শাহরুখ খান,আমির খান,অমিতাভ বচ্চন,Bollywood,Entertainment,Net Worth,Shahrukh Khan,Amitabh Bachchan

 

4. আমির খান:- ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও বলিউডের অন্যতম ধনী অভিনেতা। ছবিতে সাইন করার ব্যাপারে আমির বেশ খুঁতখুঁতে। তিনি বেশ ভেবেচিন্তে ছবিতে সাইন করে থাকেন। এই কারণেই তার একটা ছবি রিলিজ হওয়ার বেশ কয়েক বছর পর পরবর্তী ছবিতে দেখতে পাওয়া যায় তাকে। তাঁর মোট সম্পদ সম্পর্কে কথা বললে, তিনি প্রায় ১৯৫৪ কোটি টাকার সম্পত্তির মালিক। প্রসঙ্গত, আমির খান একটি ছবির জন্য ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এ ছাড়া তিনি অনলাইন পেমেন্ট কোম্পানি ফোনপে-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

বলিউড,বিনোদন,সম্পদ,শাহরুখ খান,আমির খান,অমিতাভ বচ্চন,Bollywood,Entertainment,Net Worth,Shahrukh Khan,Amitabh Bachchan

5. ঐশ্বরিয়া রাই:- সৌন্দর্যের লীলাভূমি ঐশ্বরিয়া রাই বলিউডের সবচেয়ে সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ঐশ্বরিয়া রাই বিয়ের পর কাজ করা কমিয়ে দিলেও আজও তার জনপ্রিয়তায় এতোটুকুও ভাঁটা পড়েনি। বর্তমানে এই সুন্দরী অভিনেত্রী প্রায় ৭৭৬ কোটি টাকার মালিক।

বলিউড,বিনোদন,সম্পদ,শাহরুখ খান,আমির খান,অমিতাভ বচ্চন,Bollywood,Entertainment,Net Worth,Shahrukh Khan,Amitabh Bachchan