বলিউড মানেই চাকচিক্যময় গ্ল্যামারাস একটা দুনিয়া। রূপোলী দুনিয়ার মোহতে আবিষ্ট হয়নি এমন মানুষ খুব কমই আছে। ইন্ডাস্ট্রিতে আগত প্রতিটি মানুষই এই জগতে নিজের নাম প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু বলিউড এমন এক গোলকধাঁধা যেটা সবার জন্য নয়। বিশেষ করে ইন্ডাস্ট্রির বাইরের মানুষদের জন্য এই দুনিয়া আরো কঠিন।
এমতাবস্থায় বেশিরভাগ তারকাই নিজেদের কানেকশনের দৌলতে বড়ো জায়গায় যেতে পেরেছেন। এর মধ্যে হাতে গোনা কিছু মানুষই আছেন যারা নিজেদের যোগ্যতার ভিত্তিতে ব্যাপক ছাপ ফেলতে পেরেছেন বি টাউনে। তবে এর পাশাপাশি এমনও কিছু তারকা আছেন যারা নিজেদেরকে বহিরাগত বলে দাবি করলেও, বলিউডের সাথে তাদের যোগসূত্র বহু পুরোনো। চলুন দেখে নিই কোন কোন নাম রয়েছে এই তালিকায়।
1. রণবীর সিং :- রণবীর সিং মানেই কিছু হটকে। নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য বিশেষভাবে পরিচিত এই তারকা। এছাড়াও তিনি ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’, ‘গালি বয়’ এর মতো ছবিতে অভিনয় করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। কিন্তু খুব কম জনই জানেন যে, রণবীর সিং-এর ঠাকুমা বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ছিলেন।
2. রোহিত শেঠি :- ‘সিংহম’, ‘গোলমাল’এর মতো দূর্দান্ত সব সিনেমা নির্মান করে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন রোহিত শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক নিজেই জানিয়েছিলেন, পরিচালক হওয়ার জন্য কম সংগ্রাম করতে হয়নি তাকে। তবে এছাড়াও আরও একটি পরিচয় রয়েছে তার। রোহিত শেঠির বাবা এমবি শেঠি ৭০ দশকের একজন খ্যাতনামা পরিচালক ছিলেন, এছাড়াও একাধিক ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
3. ভিকি কৌশল :– সম্প্রতি বলি ডিভা ক্যাটরিনাকে বিয়ে করে বেশ চর্চায় রয়েছেন ভিকি। জানিয়ে রাখি, ভিকির পরিবারের সাথে বলিউডের যোগসূত্র বেশ পুরোনো। ভিকির বাবা বলিউডের একজন বিখ্যাত স্টান্টম্যান এবং বাবাকে অনুসরণ করেই বলিউডে পা রাখেন তিনি।