Knowledge Story

anita

Knowledge Story: পোশাকের সাইজ XL বা XXL, এই ‘X’ -এর অর্থ কী? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর

নিউজ শর্ট ডেস্ক: অনলাইন হোক কিংবা অফলাইন এখন প্রায় সারা বছরই কমবেশি জামা কাপড় কিনে থাকেন সকলেই। তাছাড়া বিশেষ কোনো উৎসব অনুষ্ঠান থাকলে তো কথাই নেই। তবে জামা কাপড়েরও এমন অনেক খুঁটিনাটি বিষয় আছে যা সম্পর্কে হয়তো ধারণা নেই অনেকেরই।

   

এই যেমন কখনও কি ভেবে দেখেছেন শার্টের গায়ে কিংবা মহিলাদের পোশাকেও গলার কাছে সাইজ হিসেবে লেখা এই XL XXL এই শব্দ গুলির মানে কি? আজ এই প্রতিবেদনে আপনাদের সেই তথ্যই জানাবো। তাহলে জানা যাক ইংরেজিতে লেখা শব্দের এই বিশেষ অক্ষরটির অর্থ কী?

আসলে যে কোনো পোশাকের সাইজ হিসাবে লেখা XL, XXL এর মধ্যে থাকা ‘X’—র অর্থ হল এক্সট্রা আর ‘L’—র অর্থ লার্জ। তাই, XL এর অর্থ হল, এক্সট্রা লার্জ। XXL এর অর্থ হল, এক্সট্রা এক্সট্রা লার্জ। অর্থাৎ সাইজ ছোট বড় বোঝাতেই এই X অক্ষর ব্যবহার করা হয়।

জ্ঞান,Knowledge শার্ট,Shirt,সাইজ,Size,XL,XXL,আসল অর্থ,Real Meaning,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বেশিরভাগ ক্ষেত্রেই জামার সাইজ XL লেখা থাকলে বুঝতে হবে সেটি আসলে ৪২ ইঞ্চি থেকে ৪৪ ইঞ্চির জামা। একই ভাবে XXL এর শার্ট বা জামার  সাইজ হয় ৪৪ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চি। আর কেউ যদি নিজের শার্টের সাইজ জানেন তাহলে তিনি এই  XL কিংবা XXL দেখেই বুঝে যাবেন জামাটি তার গায়ে হবে কিনা।

আরও পড়ুন: ১ টি বা ২ টি নয়, সিভিক ভলেন্টিয়ারদের জন্য ৬ টি বড় সুবিধার ঘোষণা সরকারের

জ্ঞান,Knowledge শার্ট,Shirt,সাইজ,Size,XL,XXL,আসল অর্থ,Real Meaning,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

একই ভাবে রয়েছে  XS,S,M ও L সাইজ। সবথেকে ছোট, আরেকটু বড় কিংবা কোনও শার্টের সাইজ তার থেকে একটু বেশি বড় হলে সেই সাইজ বোঝাতেই ব্যবহার করা হয় এই এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম ও লার্জ।

যদিও আলাদা আলাদা  কোম্পানির শার্টের সাইজ কম বা বেশি হতে পারে। যদিও  সেই পার্থক্য অত্যন্ত গৌণ বলেই মনে করা হয়। তবে শার্ট বা জামার সাইজ সহজে বুঝে নিতেই এই X লেখা  হয়।