নিউজশর্ট ডেস্কঃ দেশের পরিবহন ব্যবস্থার মধ্যে ট্রেনের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস(Bus)। এই বাসে করেও দূর-দূরান্তে ভ্রমণ করা যায়। আর অন্যান্য যানবাহনের তুলনায় বাসের খরচ অনেকটাই কম। খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বাসের উপর নির্ভর করেন বহু যাত্রীরা
আর কলকাতার বুকে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হলো এই বাস। তবে বাসে চড়লেও আমরা এর সম্পর্কে বহু তথ্য জানি না। আপনারা তো বাসে নিশ্চয়ই চড়েছেন, কিন্তু কখনো খেয়াল করেছেন কি বাসের কন্ডাকটারদের হাতের আঙ্গুলে সর্বদাই নোট কেন গোঁজা থাকে? তাদের কাছে ব্যাগ থাকলেও কিছু নোট তারা হাতের ফাঁকে রেখে দেন কেন?
এর পেছনের রহস্য কি জানেন আপনি? আজকের এই প্রতিবেদনে এই কারণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে এই কারণ সম্পর্কে এক একজন মানুষের একেক রকমের মতামত রয়েছে। একটি অনলাইন প্লাটফর্মে একজনকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের উত্তর দেন। আর এর মধ্যে অনেকগুলো মতামত থাকলেও সকলে একটি বিষয়ে সহমত হয়েছেন। চলুন তাহলে সেই আসল কারণটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: মাত্র ২ টাকায় মিলছে বিরিয়ানি! সঙ্গে পাবেন আনলিমিটেড ৩০ টি খাবার, কোথায় দিচ্ছে এই অফার?
আসলে একটি বাসে অনেক যাত্রী থাকে। তার মধ্যে এমন অনেক যাত্রী থাকে যারা বড় নোট দিয়ে থাকেন। এর পরিবর্তে খুচরো চান তারা। তখন কন্ডাক্টাররা মাঝেমধ্যে খুচরো দেওয়ার জন্যই হাতে ১০০,৫০,২০ এবং ১০ টাকার নোটগুলো আঙ্গুলের ফাঁকে রেখে দেন। আসলে এই পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে টাকা লেনদেন করতে সুবিধা হয়। এটাই মূলত আসল কারণ।