Central Government

Papiya Paul

Central Government: জোর টক্কর দেবে বাংলার লক্ষ্মীর ভান্ডারকে! মহিলাদের ১৫ হাজার টাকা করে দেবে মোদী

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে যে সমস্ত প্রকল্প গঠন করা হয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করেই জনজাতির মহিলারা প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন। রাজ্য সরকার সাধারণ মহিলাদের প্রত্যেক মাসে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে এবং জনজাতি মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হচ্ছে।

   

এপ্রিল মাস থেকেই এখানে টাকার পরিমান বাড়ানো হয়েছে। আর এতেই খুব খুশি বাংলার সাধারণ মানুষ। তবে এবার কেন্দ্রীয় সরকার এমন একটি প্রকল্প এনেছে যার জন্য শুধু মেয়েরা নয়, পুরুষেরাও টাকা পাবেন। আর এই টাকার পরিমাণ ১০০০ কিংবা ২০০০ নয়, একেবারে ১৫ হাজার টাকা। রাজ্য সরকারের মত কেন্দ্রীয় সরকারও(Central Government) দেশের মানুষের সুবিধার কথা মাথায় রেখে অনেক প্রকল্পই এনেছে যার জন্য উপকৃত হবেন সাধারণ মানুষ।

আপনারা নিশ্চয়ই ভাবছেন কি এই প্রকল্প? কিভাবে আবেদন করতে হবে? চলুন তাহলে বিস্তারিত আপনাদেরকে জানানো যাক। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মহিলাদের ক্ষেত্রে এই প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন চালনা করার প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের পর মেশিন কেনার জন্য আর্থিক সহায়তা করা হয়।

Government Scheme

আরও পড়ুন: Government: বাড়ির কেউ চাকরি না করলেই পরীক্ষায় ১০ নম্বর! মুখ্যমন্ত্রীর ঘোষণায় তুমুল শোরগোল

এক্ষেত্রে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়। কেন্দ্রের এই প্রকল্পের উদ্যোগ হল দেশের মহিলাদের স্বনির্ভর করে তোলা। টুল কিটের জন্য এই ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে মনে রাখবেন যেসব মহিলাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যেসব মহিলাদের পারিবারিকায় ১২ হাজার টাকার কম তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

Government Policy

আর এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং বার্থ সার্টিফিকেট-এর প্রয়োজন রয়েছে। এই আবেদন প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে এই বিষয় সংক্রান্ত আরো তথ্য বিস্তারিত জানা যাবে।