নিউজশর্ট ডেস্কঃ আগামীকাল লঞ্চ হতে চলেছে Realme Narzo 70 5G। ভারতের মাটিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই ইতিমধ্যে এই ফোনের দাম এবং বেশ কিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছে। আজকের এই প্রতিবেদনে এই নতুন ফোন সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য আপনাদেরকে শেয়ার করব।
আগামীকাল অর্থাৎ ২৪ শে এপ্রিল দুপুর ১২ টায় এই ফোন লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে রিয়েলমির ফোনের অফিসিয়াল মাইক্রোসাইট থেকে।
ফিচার্স: এই ফোনে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। গ্রাহকদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য এই স্ক্যানার দেওয়া থাকবে। এছাড়া এই ফোনে একটি ভেপার চেম্বার থাকবে। থার্মাল ম্যানেজমেন্ট-এর জন্য।
আর এই ফিচারস মূলত থাকবে তার কারণ হলো একটানা অনেকক্ষণ ফোন ব্যবহারের পর ডিভাইস যাতে গরম না হয়ে যায় কিংবা গরম যদি হয়েও যায় সেই তাপ যাতে সঠিক সময়ে বেরিয়ে যায় তার জন্য এই ভেপার চেম্বার থাকবে। এই ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ থাকতে চলেছে। এছাড়া এই ফোনে গোলাকার আকৃতির ক্যামেরার মডেল থাকতে পারে বলে জানা গিয়েছে।
দাম: বিভিন্ন রিপোর্ট মারফত জানা গিয়েছে এই ফোনের দাম ভারতের ১৫০০০ টাকার কম থেকেই শুরু হবে। আর ওই একই দিনে রিয়েলমি নারজো ৭০ এক্স ৫ জি ফোন লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে। এই ফোনের দাম ১২০০০ টাকার কম হতে পারে। আগামীকাল লঞ্চের পরে এই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।