নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তাই দর্শকদের স্বাদ বদলের জন্য হামেশাই ভিন্ন স্বাদের নন ফিকশন (Non-Fiction) রিয়ালিটি শোয়ের-ও (Reality Show) সম্প্রচার করা হয়। যদিও দিনের পর দিন টিআরপি না পেয়ে স্টার জলসার পর্দায় এখন এই ধরনের নন ফিকশন শো-গুলির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে এখনই এই নন-ফিকশন রিয়ালিটি শোয়ের বাজার ছাড়তে নারাজ জী বাংলা (Zee Bangla)। তাই মাসের পর মাস ধরে বাংলা সিরিয়ালের পাশাপাশি এই নন ফিকশন রিয়েলিটি শো গুলিও একচেটিয়া ভাবে রাজত্ব করে চলেছে জি বাংলার পর্দায়। তাই সপ্তাহের শেষে শনি রবিবার তো বটেই পাশাপাশি সারা সপ্তাহ ধরে প্রতিদিন বিকেলেও সম্প্রচারিত হয় দিদি নাম্বার ওয়ান কিংবা ঘরে ঘরে জি বাংলার মতো রিয়ালিটি শো গুলিও।
এসবের মধ্যেই চলতি মাসেই অর্থাৎ মে মাস থেকেই জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে আরও দু’দুটি নন ফিকশন শো। তার মধ্যে অন্যতম একটি হলো গানের রিয়ালিটি শো সারেগামাপা লেজেন্ড (Saregamapa Lagend)। ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে জি বাংলার এই জনপ্রিয় গানের রিয়েলিটি শোয়ের প্রোমো। এবছর এই শোতে সঞ্চালকের ভূমিকায় থাকবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
এবছর সারেগামাপার ২১ তম সিজন আসতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই শোয়ের অডিশন। অন্যদিকে রবিবারেই গ্রান্ড ফিনালে দিয়ে শেষ হয়েছে দাদাগিরি। তাই চলতি সাত সপ্তাহে ১১ মে থেকেই শুরু হবে এই সা রে গা মা পা-এর সম্প্রচার। জানা যাচ্ছে বাংলা সিনেমার স্বর্ণযুগের সমস্ত গান শোনানো হবে এবারের এই গানের মঞ্চে।
আরও পড়ুন: জমিয়ে জোড়া বিয়ে দেখবে টলিউড! চার অভিনেতা একসঙ্গে ঘুরবে ছাদনাতলায়
গানে গানে শ্রদ্ধা জানানো হবে সেই সময়কার সমস্ত কিংবদন্তি সংগীত শিল্পীদের। তবে প্রতিযোগীদের বয়সের মধ্যে কোনো সীমা থাকবে না। ৪ বছরের ঊর্ধ্বে সকলের জন্যই খোলা থাকবে এই প্রতিযোগিতায় মঞ্চ। একইসাথে জি বাংলার পর্দায় আবার আসছে আরও একটি রান্নার রিয়ালিটি শো ‘রন্ধনে বন্ধন’ (Randhane Bandhan) ভালোবাসার রান্না।
জি বাংলার রান্নাঘর শেষ হওয়ার বহুদিন পর এই নতুন কুকারি শো নিয়ে আসছে জি বাংলা। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন টলিউডের জনপ্রিয় সেলেবা দম্পতি তথা অভিনেতা গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। ছোট পর্দার দর্শকদের কাছে তাঁরা ব্যোমকেশ-সত্যবতী নামেও জনপ্রিয়।
View this post on Instagram
এখন দেখার অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে আর বৌমা এই নতুন কুকারি শোয়ের টিআরপিতে কতটা নিজেদের প্রভাব খাটাতে পারেন। জানা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী ২০’মে থেকে বিকেল সাড়ে চারটে থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই শো। সূত্রের খবর খুব সম্ভবত এটি একটি কাপল শো হতে চলেছে। যেখানে কর্তা গিন্নি দুজনেই একসাথে খুন্তি ধরবেন আর দেখাবেন নিজেদের কুকিং স্কিল।