নামই হয়ত শোনেননি, নামমাত্র খরচে ঘুরে আসুন এই হিল স্টেশন! ভুলে যাবেন দার্জিলিং

নিউজশর্ট ডেস্কঃ পাহাড়ের কোলে মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইছেন? রোজকার দিনের এই একই রুটিন থেকে সামান্য ব্রেক পেতে চাইছে আপনার মন! তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। এক ঝলকে পুরো প্রতিবেদনটি পড়ে ফেলুন।

সেই একঘেয়ে দার্জিলিং(Darjeeling) বা কালিম্পং(Kalimpong) নয়, পাহাড়ের এই অফবিট(Offbeat) জায়গাতে একবার গেলে আর ফিরে আসতে চাইবেন না। প্রিয় মানুষ কিংবা আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবকে নিয়ে কয়েকটা দিন এই নিরিবিলি পরিবেশে ছুটি কাটিয়ে আসতে পারেন। এই ছোট সুন্দর জায়গাটির নাম সান্তুক(Santook)। এটি কালিম্পং এ অবস্থিত। প্রকৃতি যেন রং তুলি দিয়ে ছবি এঁকেছে এই ছোট গ্রামের।

এখানে গেলে আপনার মন যেমন শান্তিতে ভরে উঠবে তেমনি কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাবে আপনার। আপনাকে কেউ বিরক্ত করবে না। কাজের চাপ থেকে মুক্তি মিলবে কদিনের জন্য। আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে তো সোনায় সোহাগা। এখানে আপনি ট্র্যাকিংয়ের আনন্দ নিতে পারবেন। রেইং নদী এবং পায়ুঙ নদীর মাঝে অবস্থিত এই সন্তুক।

কালিম্পং থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এখানের পাহাড়ি গ্রামের রাস্তা ধরে ওপরে উঠলে আপনি ক্যাম্পিং সাইটে পৌঁছে যাবেন। আর আপনি যদি ক্যাম্পে পৌঁছাতে চান তাহলে আপনাকে ৫০ মিটার মত একটু চড়াই করতে হবে। এখানে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের প্রয়োজন নেই। পাখিদের কিচিরমিচির শব্দ এবং নদীর জলের কলকল শব্দে ঘুম ভেঙে যাবে আপনার। আর চিন্তা ভাবনা না করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন।

Papiya Paul

X