Most Spoken Language

Papiya Paul

Most Spoken Language: ভারতে কোন ভাষায় সবচেয়ে বেশি লোক কথা বলে? বাংলা কত নম্বরে? উত্তর চমকে দেবে

নিউজশর্ট ডেস্ক:  ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে। হিসেব বলছে, ভারতবর্ষ জুড়ে সবমিলিয়ে প্রায় সাড়ে ১৯ হাজার ভাষা, উপভাষা এবং স্থানীয় ভাষা রয়েছে। তবে এত ভাষার মধ্যেও মানুষের নিজস্ব নিজস্ব মাতৃভাষা রয়েছে। আজকের এই প্রতিবেদনে ভারতবর্ষের কত মানুষের কি মাতৃভাষা(Most Spoken Language) রয়েছে সেই তালিকা জেনে নেওয়া যাক।

   

হিন্দি: ভারতবর্ষের সবথেকে বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলে থাকেন। প্রায় ৫৩ কোটি মানুষের মাতৃভাষা হল হিন্দি।

বাংলা: প্রায় ৯.৭২ কোটি মানুষের মাতৃভাষা হলো বাংলা। বহু মানুষ এই বাংলা ভাষায় কথা বলে থাকেন। দেশের জাতীয় সংগীত ও বাংলা ভাষায় লেখা হয়।

আরও পড়ুন: Richest City: ভারতের সবথেকে ধনী ব্যক্তিরা কোথায় থাকেন? কলকাতার জায়গা কত নম্বরে? উত্তর চমকে দেবে

মারাঠি: প্রায় ৮.৩০ কোটি মানুষের মাতৃভাষা হলো মারাঠি। লোকসংখ্যার বিচারে এই ভাষা তৃতীয় স্থানে রয়েছে।

তেলেগু: দেশের অন্যতম প্রাচীন ভাষা হল এই তেলেগু। সারা দেশ জুড়ে প্রায় ৮.১১ কোটি মানুষ এই ভাষায় কথা বলে থাকেন।

তামিল: দক্ষিণ ভারতের প্রচুর মানুষ এই ভাষায় কথা বলে থাকেন। প্রায় ৬.৯০ কোটি মানুষের কাছে মাতৃভাষা হলো এই তামিল।

গুজরাটি: দেশের প্রায় ৫.৫৪ কোটি মানুষ এই ভাষায় কথা বলে থাকেন। এটি গুজরাট রাজ্যর সরকারী ভাষা।

উর্দু: এই ভাষার স্থান হয়েছে সপ্তম নম্বরে। প্রায় ৫.০৭ কোটি মানুষ এই ভাষায় কথা বলে থাকেন।