Kobra Express caught fire at Visakhapatnam Station Video goes viral

দেশে ফের রেল দুর্ঘটনা! দাউদাউ করে জ্বলছে ট্রেনের একের পর এক কামরা, আতঙ্কে যাত্রীরা

নিউজশর্ট ডেস্কঃ একটা দুর্ঘটনার খবর হজম করে ওঠার আগেই আসছে আরেকটির খবর। ভারতীয় রেখে যাত্রার আগে রীতিমত আতঙ্কিত যাত্রীরা। রবিবার সকালেই আবারও খবর মিলল এক ট্রেন দুর্ঘটনার। বিশাখাপত্তনমে আগুন লাগল করব এক্সপ্রেসের কোচে। দাউদাউ করে জ্বলছে ট্রেনের তিনটি কামরা। সাদা ধোঁয়াতে ঢেকে গিয়েছে স্টেশন চত্বর। তৎক্ষণাৎ কামরাগুলি খালি করতে শুরু করেন উপস্থিত রেলের কর্মীরা। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।

তবে কিভাবে এমন আগুন লাগল তার কোনো উত্তর মেলেনি। তবে ভালো খবর একটাই যে এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু একেরপর এক এমন দুর্ঘটনার খবর আসায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছেই।

বিশাখাপত্তনমে ট্রেনের এসি কোচে আগুন

যেমনটা জানা যাচ্ছে রবিবার সকালে বিশাখাপত্তনম এসে পৌঁছায় কোরবা এক্সপ্রেস। তারপর স্বাভাবিকভাবেই যাত্রীদের ওঠা নাম শুরু হয়। কিন্তু তারমাঝেই আচমকা দেখা যায় এসি কোচে আগুন ধরেছে। অল্প সময়ের মধ্যেই সেই আগুন বাকি কামরাতেও ছড়িয়ে পড়ে। তখন তাড়াহুড়ো করে যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়।

স্টেশনে উপস্থিত লোকেদের মতে, ‘ট্রেন বিশাখাপত্তনম স্টেশনে থামার পরেই দুর্ঘটনাটি ঘটে। লোকজন ট্রেনে ওঠানামা শুরু করার সময়েই A1 কোচে আগুন লেগেছে দেখা যায়। এরপর যাত্রীরা রেল কর্তৃপক্ষকে খবর দেন। ততক্ষনে আগুন B6 ও B7 কোচেও ছড়িয়ে গিয়েছে। এরপর রেলের কর্মী ও আধিকারিকরা এলে কামরা খালি করে ট্রেনটিকে স্টেশন থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একইসাথে আগুন নেভানোর কাজও শুরু হয়েছে।

তবে যেহেতু স্টেশনে থেমে থাকা অবস্থায় দুর্ঘটনা ঘটে, ও তৎক্ষণাৎ লোকের নজরে পড়ে আগুন লাগার বিষয়টি তাই রক্ষে। দ্রুত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে নেওয়ার ফলে কোনোরকম হতাহতের খবর মেলেনি। বর্তমানে আগুন নেভানোর পাশাপাশি  ও কিভাবে আগুন লাগলো তার তদন্ত চলছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X