Koel Mallick

Moumita

এই প্রথমবার পোশাকের জন্য কটাক্ষের মুখে কোয়েল মল্লিক, মোক্ষম জবাবও দিলেন অভিনেত্রী

এমনিতে বিতর্কিত কোন বিষয়ের সাথে কোন সম্পর্কই রাখেননা কোয়েল মল্লিক(Koel Mallick)। যেখানে সমালোচনা সেখান থেকে শতহস্ত দূরে থাকেন নায়িকা। না তাকে কোন খোলামেলা পোশাকে দেখা যায় আর না কখনও ক্লিভেজ দেখানো পোশাকে দেখা যায়। আর এই কোয়েল মল্লিককেই কি না পড়তে হল পোশাক বিভ্রাটে।

   

যদিও কোয়েলও চুপ করে থাকলেন না, মোক্ষম জবাব দিলেন তিনিও। এমতাবস্থায় সকলের মনেই প্রশ্ন জাগতে পারে যে কী এমন হল যে কোয়েলকে কটাক্ষের সম্মুখীন হতে হল? আসলে দিন কয়েক আগেই ‘জঙ্গলে মিতিন মাসি’র শুটিংয়ে দলমা পাহাড়ে গিয়েছিলেন কোয়েল। আর সেখানেই জঙ্গলের ভিতর ছিল এক মন্দির।

মন্দির দেখতেই সেখানে পৌঁছে যান কোয়েল। সেখানে নায়িকার পরনে ছিল ঢিলেঢালা প্যান্ট আর টি শার্ট। ঐদিন মহাদেবের মূর্তির সামনে নতমস্তকে প্রণামও করেন তিনি। আর সেই মুহূর্তটাকেই ক্যামেরাবন্দি করে ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “শুটের মধ্যে ভক্তিমূলক ভ্রমণ।”

কোয়েলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই রীতিমতো ঝড় উঠেছে যেন। লাল মাটির দেশে কোনও এক অজানা মন্দিরে গিয়ে কোয়েল যখন উচ্ছ্বসিত ঠিক তখনই তাঁর উদ্দেশে আসে এক মন্তব্য। এক ইউজার কোয়েলের পোশাকের দিকে ইঙ্গিত করে লিখেছেন, “একজন বাঙালি অথবা একজন হিন্দু হিসেবে মন্দিরে যাওয়ার সময় আমাদের শাড়ি অথবা সালোয়ার পরে যাওয়া উচিৎ। আমি আপনাকে বিচার করছি না। কিন্তু এটাই আমাদের সংস্কৃতি।”

এত শত কমেন্টের মধ্যে এই বিশেষ কমেন্টটি নজর এড়ায়নি কোয়েলের। তিনি এই মন্তব্যটি এড়িয়ে না গিয়ে সুন্দর করে রিপ্লাইও দিয়েছেন। কোয়েল লিখেছেন, “ভক্তি মনের ব্যাপার। পোশাকের নয়। আপনাকেও আমি বিচার করছি না।” কোয়েল তার শেষ লাইনটি দিয়ে এটাই বুঝিয়ে দিলেন যে, এতক্ষণ ঐ ব্যক্তি আসলে তাকে বিচারই করছিলেন।

https://www.instagram.com/reel/CtDk11dIY_5/?utm_source=ig_web_copy_link 

তবে কোয়েল একা নন, এই ঘটনায় তার পাশে দাঁড়িয়েছে বাকি ভক্তরাও। একজন এ ব্যক্তিকে পাল্টা কটাক্ষ শানিয়ে লেখেন, “তাহলে কি বলতে চাইছেন, শাড়ি অথবা সালোয়ার না পরে গেলে ভগবান ভালবাসেন না? বা ধরুন বাড়িতে শাড়ি পরে নেই , কিন্তু কোনও বিপদে পড়ে ভগবানকে ডাকলাম তখন ভগবান সাড়া দেবেন না? এই যে সংস্কৃতির কথা বলছেন, এই সংস্কৃতির স্রষ্টা কে? আমরা মানুষেরা। ভগবান মনে আছে । তিনি সবার মধ্যে আছেন।”