Koel Mallick

এ যেন হুবহু মুনমুন সেন, পর্দার মিতিন মাসি কোয়েলের ‘ন্যাকা ন্যাকা’ গলার কথা শুনে অবাক নেটিজেনরা

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। জন্মসূত্রে স্টারকিড হলেও তার কিংগডম তার নিজেরই তৈরি। রঞ্জিত মল্লিকের মেয়ে বলে কোনো বাড়তি সুবিধা তিনি কোনোদিনই নেননি। দর্শকদের মন জয় করেছেন নিজের অভিনয় দিয়েইই। এবং দীর্ঘ দু’দশ ধরে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

প্রসঙ্গত, অভিনয় শুরু করেন ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘নাটের গুরু’র হাত ধরে। সেই সময় তার বিপরীতে অভিনয় করেছিলেন বর্তমানের সুপারস্টার জিৎ। প্রথম ছবিতেই তাদের রসায়ন দেখে কুপোকাত দর্শকরা। এরপর একটার পর একটা ছবিতে জুটি বেঁধেছেন তারা।

বলা ভালো, উত্তম-সুচিত্রা বা প্রসেনজিৎ-ঋতুপর্ণার পর যদি আর কোন জুটি উন্মাদনা তৈরি করেছিল তাহলে তা হল জিৎ-কোয়েলের জুটি। সে যাই হোক, এটা কি জানেন যে অভিনয় ছাড়াও আরো এক প্রতিভা রয়েছে কোয়েলের মধ্যে। আজ থেকে বছর খানেক আগে সৌরভ গাঙ্গুলীর সঞ্চালিত অনুষ্ঠানে এসে নিজের সেই প্রতিভা প্রদর্শন করেছিলেন কোয়েল।

টলিউড,বিনোদন,গসিপ,কোয়েল মল্লিক,রঞ্জিত মল্লিক,মুনমুন সেন,সৌরভ গাঙ্গুলি,মিমিক্রি,Tollywood,Entertainment,Gossip,Koel Mallick,Ranjit Mallick,Munmun Sen,Sourav Ganguly,Mimicry

সম্প্রতি সেই ভিডিওই আবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জেনে অবাক হবেন যে, প্রতিভাবান এই অভিনেত্রী দারুন মিমিক্রি (Mimicry) করতে পারেন। বিশেষ করে মুনমুন সেনের (Munmun Sen) গলা তিনি এমন নকল করেন যা কেউ ধরতেই পারবেননা যে, এই গলা আসল নাকি কোয়েল (Koel Mallick) নকল করেছেন।

সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, সৌরভ কোয়েলকে মুনমুনের গলা নকল করার অনুরোধ জানাচ্ছে। প্রথম দিকটা রাজি না হলেও পরে খানিক ইতস্তত করে মুনমুনের গলা নকল করেন তিনি। মুনমুনের স্টাইলে ফোন করার ভঙ্গিতে বলে ওঠেন,’ হ্যালো রঞ্জিতদা আছে’?

আবার তিনি নিজেই উত্তর দেন,’ মুনমুন মাসে কেমন আছো’? সুচিত্রা কন্যার গলায় কোয়েলের জবাব,’ ওহ ওয়াটার সুইট হার্ট, কেমন করে জানলে আমি মুনমুন মাসি’? এই পুরো কথোপকথনটা এমন সুন্দর ভাবে তিনি উপস্থাপন করেছিলেন যে, দর্শক থেকে শুরু করে সৌরভ সকলেই হেসে খুন।

Avatar

Moumita

X