Kokata Metro

anita

Kokata Metro: কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক, সোমবার থেকে চালু নতুন পরিষেবা

নিউজ শর্ট ডেস্ক: মঙ্গলবার থেকে চালু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) রুটের অটোমেটিক ট্রেন অপারেশন। ইতিমধ্যেই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ চালু হয়েছে অটোমেটিক মেট্রো অপারেশন( Autometic Metro Operation)। অর্থাৎ এই অংশে এখন থেকেই চালকবিহীন মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।

   

রিপোর্ট অনুযায়ী, আজ থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই চালকবিহীন মেট্রো পরিষেবা। উল্লেখ্য এই মেট্রো পরিষেবার সিগন্যালিং ব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয়।

সবচেয়ে মজার বিষয় হল কন্ট্রোল রুম থেকেই এই মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা যাবে। জানা যাচ্ছে, এই চালক বিহীন মেট্রো পরিষেবা চালু হলে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় কম লাগবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো,East-West Metro,অটোমেটিক মেট্রো অপারেশন,Autometic Metro Operation,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

উল্লেখ্য, আগে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য় সময় লাগত মাত্র ২০ মিনিট। এখন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ১৭ মিনিট। একইভাবে ফেরার পথে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত আসতেও কম সময় লাগবে। আসলে আগে এই রুটে আসতে সময় লাগত ২০ মিনিট। তবে বর্তমানে এই সময়টাই ১৮ মিনিট হয়ে গিয়েছে।

আরও পড়ুন: আবার হবে বাদুড় ঝোলা ভিড়! শিয়ালদা লাইনে ২০ দিন বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাতিল?

সূত্রের খবর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই নতুন ব্যবস্থা চালু থাকবে। তবে শনিবার থেকে আবার আগের মতোই মেট্রো চলবে। রিপোর্ট বলছে, এই পরিষেবা চালুর আগে বিগত কয়েকমাস ধরেই যাত্রী পরিষেবা শেষ হয়ে যাওয়ার পরে চালকবিহীন ভাবে মেট্রো চালানো হচ্ছিল এই রুটে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো,East-West Metro,অটোমেটিক মেট্রো অপারেশন,Autometic Metro Operation,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে যাত্রীদের মনে যাতে কোনো উদ্বেগের সৃষ্টি না হয়, তার জন্য প্রথম দিকে কেবিনে একজন চালক উপস্থিত থাকবেন। অবশ্য রিপোর্টে দাবি করা হয়েছে, পরবর্তীতে যাত্রীরা এই ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে পরবর্তিতে চালক ছাড়াই মেট্রো চালানো হতে পারে।