ভারতীয় রেল,Indian Railways,কলকাতার একটি সংস্থা,Kolkata Based Company,বন্দে ভারত স্লিপার ট্রেন,Vande Bharat Sleeper Train,২৭০ কোটি টাকার বরাত,270 Crore Order,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Vande Bharat: বাংলার মুকুটে নতুন পালক! ভারতীয় রেলের অগ্রগতিতে সামিল কলকাতার সংস্থা

নিউজ শর্ট ডেস্ক: এবার ভারতীয় রেলের (Indian Railways) পরিবহন ব্যবস্থার অগ্রগতিতে সামিল হতে চলেছে বাংলা তথা কলকাতার একটি সংস্থা (Kolkata Based Company)।  জানা যাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train) কামরা তৈরির জন্য বরাত দেওয়া হয়েছে কলকাতা ভিত্তিক সংস্থা রামকৃষ্ণ ফর্জিংকে।

   

সূত্রের খবর ট্রেনের কামরা তৈরির কাঠামোর জন্য মোট ২৭০ কোটি টাকার বরাত (270 Crore Order) পেয়েছে কলকাতা ভিত্তিক এই সংস্থা। এই সংস্থাটিকে বন্দে ভারতের ৩২ টি ট্রেন সেটের কামরা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে  ভারত হেভি ইলেকট্রিকাল লিমিটেডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের পক্ষ থেকে এই অর্ডার দেওয়া হয়েছে।রামকৃষ্ণ ফার্জিংকে এই বন্দে ভারত স্লিপার ট্রেনের ৩২টি সেটের কামরার কাঠামো তৈরি করার অর্ডার দেওয়া হয়েছে।এই স্লিপার ট্রেনগুলির এক একটিতে ১৬টি করে কামরা থাকবে।

ভারতীয় রেল,Indian Railways,কলকাতার একটি সংস্থা,Kolkata Based Company,বন্দে ভারত স্লিপার ট্রেন,Vande Bharat Sleeper Train,২৭০ কোটি টাকার বরাত,270 Crore Order,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত বন্দে ভারতের কামরা তৈরির কাঠামো তৈরির বরাত পাওয়ার পর থেকে ইতিমধ্যেই হুহু করে বাড়তে শুরু করেছে এই সংস্থার শেয়ার দর। অর্থাৎ,মোট ১০২৪টি বন্দে ভারত স্লিপার কামরার কাঠামো তৈরি করতে হবে।

আরও পড়ুন: কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক, সোমবার থেকে চালু নতুন পরিষেবা

জানা যাচ্ছে সোমবারে এক লাফে এই সংস্থার শেয়ার বেড়েছে ২.৭ শতাংশ অর্থাৎ ৭০.৯০ টাকা। এই পরিস্থিতিতে সোমবার শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার সময় সংস্থার শেয়ার দর ছিল ৭০৬.৮০ টাকা।

ভারতীয় রেল,Indian Railways,কলকাতার একটি সংস্থা,Kolkata Based Company,বন্দে ভারত স্লিপার ট্রেন,Vande Bharat Sleeper Train,২৭০ কোটি টাকার বরাত,270 Crore Order,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

রামকৃষ্ণ ফর্জিং লিমিটেডের পূর্ণকালীন ডিরেক্টর এবং সংস্থার সিএফও ললিত কুমার খেতান এই বিষয়ে সংবাদমাধ্যমে বলেছেন, ‘এই অর্ডারটি নিশ্চিত করে আমরা প্রমাণ করে দিয়েছিল যে নিরলস সাধনার মাধ্যমে উদ্ভাবনী পদ্ধতিতে কাজ করছে সংস্থা। রেলওয়ে শিল্পে সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে সমর্থন করতে পেরে আমরা সম্মানিত। আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে উচ্চ মানের উৎপাদন নিশ্চিত করব আমরা। দেশের রেল পরিবহণের অগ্রগতিতে সামিল হব আমরাও।’