পার্থ মান্নাঃ কলকাতার রাস্তা থেকে উধাও হয়ে যেতে পারে ১৫০০ এরও বেশি বাস এই আশঙ্কা আগেই জারি করা হয়েছিল। এবার বাস্তবে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে উঠে এল চমকে দেওয়ার মত তথ্য। ১৫ বছরের পুরোনো বাসের লাইসেন্স বাতিল হলে একদিকে যেমন পনেরোশোরও বেশি বাস উধাও হবে তেমনি শতাধিক রুট বন্ধও হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিকই দেখছেন বাস তো দূর আস্ত রুটই গায়েব হয়ে গিয়েছে যার জেরে বেড়েছে যাত্রী ভোগান্তি।
উধাও ১০০ এরও বেশি বাসরুট
সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কলকাতা শহর ও শহরতলিতে ১০০ এরও বেশি বাস রুট সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে দিনের ব্যস্ত সময়ে আরও বেশি হেনস্থার শিকার হতে হচ্ছে যাত্রীদের। এর সাথে পুরোনো বাসের লাইসেন্স বাতিল হওয়ার জেরে আয় ভোগান্তি বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
কমেছে সরকারি বাসের সংখ্যাও
আগে কলকাতা ও শহরতলিতে সব মিলিয়ে ২৫০০ বাস চলত। বর্তমানে সেই সংখ্যাটাও অর্ধেকের কম হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী মাত্র ৭০০ সরকারি বাস চলে। অবশ্য এরপর কিছু ইলেকট্রিক বাস নামানো হয়েছে কিন্তু তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
মেয়াদ ফুরোলে লিজে খাটছে সরকারি বাস
যে সমস্ত বাসরুট বন্ধ হয়ে যাচ্ছে। সেগুলির থেকে কিছুটা লেভার আশায় বেসরকারি বাস মালিকদের লিজ দেওয়া হয় ৬ মাসের জন্য। যদিও সেই লিজের টাকার পরিমাণ এতটাই যে বেসরকারি বাস মালিকেরা লেভার মুখ দেখতে পান্না। তাই সেটাও হচ্ছে না। আর এসবের ফলে বাসের অভাবে ভুগতে হচ্ছে নিত্য যাত্রীদের।
রাজ্য পরিবহন দফতরের তথ্য
পরিবহন দফতরের রিপোর্ট অনুযায়ী, প্রাক করোনাকালে ৪৮৪০ প্রাইভেট বাস চলত কলকাতায়। সেটা ইতিমধ্যেই ৩৬১৫তে নেমে এসেছে। এর মধ্যে মিনিবাসের সংখ্যা ২০৬৪ থেকে কমে ১৪৯৮ হয়ে গিয়েছে। নতুন নিয়মের জেরে একধাক্কায় আরও ১০০০ এরও বেশি বাস উঠাও হয়ে যাবে রাস্তা থেকে। তাই এখন অপেক্ষা রাজ্য ও হাইকোর্টের সিদ্ধান্তের।