পার্থ মান্নাঃ কলকাতার যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেয়ার স্বার্থে দিনরাত এক করে কাজ করে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আগামী বছরের মধ্যে মেট্রোর লাইন বাড়ানোর ঘোষণাও হয়ে গিয়েছে। বিশেষ করে বউবাজার মেট্রো কবে চালু হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মানুষ। এদিকে বারেবারে বাধাপ্রাপ্ত হচ্ছে কাজ যে কারণে নিশ্চিতভাবে কিছু বলা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই আজ হটাৎ বউবাজার মেট্রোর টানেলে হাজির মেট্রো রেলের জেনারেল ম্যানেজার।
বউবাজারে মেট্রোর কাজ পরিদর্শনে এলেন জেনারেল ম্যানেজার
আজ শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ করিডর বউবাজার পরিদর্শনে আসেন জিএম। সেখানে তানির মধ্যে হেঁটে কাজের নিরীক্ষণ করেন। এরপর কাজের দায়িত্বপ্রাপ্ত KMRCL অধিকারীদের সাথেও কথা বলেন। সবটা পর্যবেক্ষণ করে কাজ ঠিক থাকে এগোচ্ছে বলেই জানান তিনি।
কতদূর এগোলো বউবাজার মেট্রোর কাজ?
শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো লাইনে মেট্রো আংশিকভাবে চালু হলেও সম্পূর্ণ লাইন যুক্ত করা যায়নি। ১৬.১ কিমি দীর্ঘ লাইনের মধ্যে ২.৪ কিমি অংশ আজও বিচ্ছিন্ন। বউবাজার মেট্রোর কাজ শেষ হলে দ্রুত টেস্টিং ও ট্রায়াল করে সবটা চালু করে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে ২০২৫ সালের বাংলা পয়লা বৈশাখের আগেই মেট্রো চালুর টার্গেট নেওয়া হয়েছিল। কিন্তু নানান সমস্যা আসার কারণে সেই সময় পিছিয়ে গিয়েছে। কিছুদিন আগেই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় আগামী বহকার পুজোর আগেই কাজ সম্পন্ন করার টার্গেট নেওয়া হয়েছে। যদি সেটা হয় তাহলে পুজোয় অনেকটাই স্বস্তি মিলবে যাত্রীদের।
প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনের মধ্যে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো লাইন ইতিমধ্যেই চালু করা হয়েছে। এদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধিও চালু হয়ে গিয়েছে। তবে মাঝের শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড লাইনটুকু বিচ্ছিন্ন রয়েছে। তবে মেট্রোর ইঞ্জিনিয়াররা দিন রাত এক করে কাজ করছেন যাতে দ্রুত কাজ শেষ করে সম্পূর্ণ ১৬.৬ কিমি পথে মেট্রো সার্ভিস শুরু করা যায়।