নিউজশর্ট ডেস্কঃ একটা ভালো চাকরির অপেক্ষায় রয়েছে রাজ্যের লক্ষাধিক বেকার যুবক যুবতীরা। যে কারণে ছোটখাটো পদের সরকারি চাকরির জন্যও কয়েক লক্ষ আবেদন পড়ছে। মাধ্যমিক যোগ্যতার চাকরির জন্য পিএইচডি প্রার্থীরাও আবেদন করছে। এমন বেহাল অবস্থার মাঝেই খুশির খবর চাকরিপ্রার্থীদের জন্য। পুজোর আগেই নিয়োগের বিজ্ঞাপন জারি পড়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। কিভাবে আবেদন করবেন? করার আবেদন করতে পারবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
কলকাতা মেট্রোতে শূন্যপদ
মেট্রো রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে সিনিয়ার অ্যাডিভাইসর পদে নিয়োগ করা হবে। তবে একটিমাত্র শূন্যপদ রয়েছে। তবে এই পদের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা মাইনে দেওয়া হবে।
আবেদনের জন্য যোগ্যতা
- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ভারতীয় তথা কলকাতার বাসিন্দা হতে হবে। আর বয়স হতে হবে নূন্যতম ৩০ বছর ওর সর্বোচ্চ ৬০ বছর।
- আবেদনকারী প্রার্থীর ৪ বছরের HA গ্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কনস্ট্রাকশনের কাজের ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- এছাড়াও যে এই পদের জন্য আবেদন করবে তাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস বা অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকলে আবেদন করা যাবে না।
নিয়োগের মেয়াদ
এটি মূলত একটি চুক্তিভিত্তিক কাজ। তাই প্রাথমিকভাবে ১ বছরের জন্য চুক্তি করা হবে। তবে পরবর্তীকালে প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়িয়ে দেওয়া হতে পারে।
আবেদনের পদ্ধতি ও শেষ তারিখ
- যারা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমেই কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (নিচে লিংক দেওয়া আছে)।
- এরপর সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনে বলে দেওয়া পদ্ধতিতে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।
এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ৫ই সেপ্টেম্বর। এই দিনে সন্ধ্যে ৬টা বেজে ৩০ মিনিটের মধ্যে আবেদন পত্র বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছাতে হবে।
অফিসিয়াল লিঙ্ক : নোটিফিকেশন লিঙ্ক