নিউজশর্ট ডেস্কঃ আরজি কর কান্ড প্রকাশ্যে আসার পর থেকেই খবরে শিরোনামে রয়েছে সিভিক ভলিন্টিয়াররা (Civic Volunteer)। পুলিশের সহায়ক হিসাবে নিয়োগ হলেও ট্রাফিক ডিউটি থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বা তদন্তের কাজে দেখা মিলছে সিভিকদের! তবে RG Kar হাসপাতালের ঘটনায় চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলিন্টিয়ার গ্রেফতার হওয়ার পরেই অস্বস্থি বেড়েছে প্রশাসনের। তাই এবার কড়া সিদ্ধান্ত নেওয়া সিভিকদের নিয়ে।
সিভিক ভলিন্টিয়ার নিয়ে উদ্বিগ্ন প্রশাসন
বিগত ৩০ শে অগাস্ট সিদ্ধির মোড়ে পড়ুয়াদের একটি কর্মসূচি ছিল রাত ১১টা থেকে। জানা যাচ্ছে সেখানেই নাকি এক সিভিক ভলিন্টিয়ার তান্ডব চালিয়েছে। বিক্ষোভ মিছিলে থাকা ছাত্রছাত্রীদের অভিযোগ ভোর বেলার দিকে আচমকাই একটা বাইক এসে ধাক্কা মারে ব্যারিকেড। বাইকে পুলিশ লেখাছিল, একইসাথে চালক তথা অভিযুক্ত নিজেকে ও ডিউটিতে থাকার দাবিও করেন। এরপরেই বিক্ষোভকারীরা প্রশ্ন তুলেছে। একজন পুলিশ কিভাবে অন ডিউটি থাকাকালীন মদ্যপ হন?
আগেই জানা গিয়েছে যে আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ও সেদিন মদ্যপ হয়েই হাসপাতালে ঢুকেছিলেন। তারপর এদিনের ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন। যার জেরে এবার সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। মদ্যপ অবস্থায় থাকলে কাউকে ছাড়া হবে না। বরং নেওয়া হবে অ্যাকশন।
অন ডিউটি সিভিকদের জন্য কড়া পদক্ষেপ
কলকাতা পুলিশ তথা প্রশাসনের তরফ থেকে বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার জেরে অনডিউটিতে থাকাকালীন মদ খেলে হাড়ে হাড়ে টের পাবে অভিযুক্তরা। ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি বা এমন কোনো অভিযোগ রয়েছে তাদের কাজ থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া এখন থেকেই যদি কোনো সিভিকের বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে সেটা ডেপুটি কমিশনার পদের আধিকারিক নিজে খতিয়ে দেখবেন। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ওই সিভিক ভলিন্টিয়ারকে তৎক্ষণাৎ কাজ থেকে বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ মদ্যপ অবস্থায় ডিউটি করলেই চাকরি হারাতে হবে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বেকারদের জন্য সুখবর! পুজোর আগেই ডেটা এন্ট্রি অপারেটর নিচ্ছে সরকার, দেখুন আবেনদের পদ্ধতি
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে সিভিক গ্রেফতার হওয়ার পরেই সতর্ক হয়েছিল লালবাজার। সমস্ত সিভিকদের থেকে তাদের চারিত্রিক দোষ বা পূর্বের কোনো অপরাধমূলক কাজের অভিযোগ আছে কি না জানতে চাওয়া হয়েছিল। এই সমস্ত তথ্য যাচাই করে নির্দিষ্ট থাকে NOC পাঠানোর জন্যও বলে হয়েছিল।