Kolkata Weather Today Chances of rain in many districts win Today's Weather Update

ফের সক্রিয় ঘূর্ণিঝড়! বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? একনজরে দেখে নিন আজকের আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি আজ, ৪ অক্টোবর, নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের ওপর এই নিম্নচাপটি সক্রিয় রয়েছে বলেই জানা যাচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়া, বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম মধ্য অংশে নতুন করে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যেটা আগামী কয়েকদিনের মধ্যে আরও বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে সামগ্রিকভাবে আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। তবে আজকে কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক কলকাতা ও আশেপাশের আজকের আবহাওয়া।

কলকাতার আজকের আবহাওয়া

আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই জানা যাচ্ছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। বিগত ২৪ ঘন্টায় শহরে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজকের আবহাওয়া পরিস্থিতির কারণে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ বঙ্গের আজ আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গের আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে আশা আলিপুর আবহাওয়া দফতরের।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X