নিউজশর্ট ডেস্কঃ Komola O Sreeman Prithwiraj May End Soon: কয়েক মাস আগেই স্টার জলসার(Star Jalsa) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'(Komola O Sreeman Prithwiraj)। এই সিরিয়ালের(Bengali Serial) গল্প অন্যান্য সিরিয়ালের গল্প থেকে একেবারেই আলাদা। সেই একঘেয়ে কুটকাচালি,পরকীয়া, ঝগড়া এসবের বদলে ভিন্ন ধারার কনসেপ্ট নিয়ে সিরিয়াল তৈরি করেছেন নির্মাতারা। এই সিরিয়ালের কমলা এবং মানিকের গল্প শুরু থেকেই ভালো লেগেছে দর্শকদের।
এখানে নেই কোন কূটকাচালি এবং পরকীয়া। বরং রয়েছে ছোট্ট কমলা ও মানিকের মন খোলা ভালবাসার গল্প। এখানে কিন্তু কমলা এবং মানিক দুজনেই বিপরীত। কারণ কমলা বুদ্ধিমতী, মেধাবী এবং শান্তশিষ্ট মেয়ে আবার অন্যদিকে মানিক হচ্ছে দস্যি ছেলে। শুরুর দিকে টিআরপি তালিকায় মোটামুটি ভালো রেজাল্ট করলেও জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’র কাছে স্লট হারাতে বসেছে এই ধারাবাহিক।
যত দিন যাচ্ছে টিআরপিতে ততই পতন ঘটছে। এখন সিরিয়াল দেখতে দেখতে দর্শকেরাও ভালো করে বুঝে গিয়েছে যে টিআরপি না থাকলে সেই সিরিয়াল টিকে থাকা অসম্ভব। টিআরপি লিস্ট থেকে বাদ হয়ে গেলে সেই ধারাবাহিক বেশিদিন চলতে পারে না। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের ক্ষেত্রেও একই অবস্থা তাই বেশ চিন্তায় পড়েছেন ধারাবাহিকের অনুগামীরা।
কয়েক মাস ধরেই শুরু হয়েছে টিআরপি কম থাকলে হয় সিরিয়াল বন্ধ করে দেওয়া হয় নয়তো প্রাইম-টাইম থেকে সরিয়ে নন-প্রাইম টাইমে ধারাবাহিকের স্লট আনা হয়। এতে ধারাবাহিকের অবনতি আরো ঘটে এবং জলদি জলদি শেষ করে দেওয়া হয় সিরিয়াল। কমলা ও মানিকের ধারাবাহিকের ক্ষেত্রে এমন হতে পারে বলে মনে করছেন দর্শকেরা।