এই মুহূর্তে বিসিসিআই চলছে এক নতুন নিয়মে। এই মুহূর্তে লাগাতার সিরিজ খেলে যাওয়ার কারণে বেশ কিছু সিরিজ থেকে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিচ্ছে বিসিসিআই। বিশেষ করে সব থেকে বেশি বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ছন্দহীন বিরাট কোহলিকে এত বিশ্রাম দেওয়া নিয়ে সেই সময় প্রশ্ন তুলেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।
তিনি সেই সময় বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, বিরাট কোহলি কে বারবার বিশ্রাম দেওয়ার কোন প্রয়োজন নেই। ছন্দে না থাকলে দল থেকে বাদ দেওয়া হোক। এছাড়াও কপিল দেবের দাবি ছিল এশিয়া কাপই হল বিশ্বকাপে বিরাট কোহলির কাছে সুযোগ পাওয়ার শেষ সুযোগ।
তবে এবার নিজের বক্তব্য পাল্টালেন কপিল দেব। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকাদের বিশ্রাম নেওয়ার নীতিকে স্বাগত জানালেন কপিল দেব। কিংবদন্তি অলরাউন্ডার বলে দিলেন, “এর ফলে একদিকে তরুণরা সুযোগ পাচ্ছে নিজেদের প্রতিভা দেখানোর, অপরদিকে তারকারা তরতাজা হয়ে বড় বড় টুর্নামেন্টে খেলতে পাচ্ছে যা খুবই ভাল ব্যাপার।”