Kotha

anita

Kotha: রোম্যান্স করতে গিয়ে গুরুতর চোট পেলেন সুস্মিতা, কী হয়েছিল কথা’র? জানালেন অগ্নিভ

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কথা’ (Kotha)। জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে এবং টলিউড তারকা সাহেব ভট্টাচার্য অভিনীত এই সিরিয়ালটি ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। যার ছাপ পড়েছে টিআরপি তালিকাতেও। সিরিয়ালে কথা-অগ্নিভ (Kotha-Agniv) জুটির রসায়ন এবং খুনসুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।

   

এরই মধ্যে জানা যাচ্ছে সম্প্রতি একটি রোমান্টিক দৃশ্যের শুটিং করতে গিয়ে নাকি চোট পেয়েছেন সিরিয়ালের নায়িকা কথা। যা নিয়ে রীতিমতো চলছে হাসি মশকরা। তাই বোঝাই যাচ্ছে এই সিরিয়ালে পুরো টিম নিয়ে এই মুহূর্তে জমিয়ে চলছে শুটিং। তবে শুধু রোমান্টিক দৃশ্যের শুটিং করতে গিয়েই নয় নায়িকা কথা নাকি ‘কথায় কথায়’চোট পান।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহেব জানিয়েছেন, সম্প্রতি রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পড়ে গিয়ে আঙুল কেটে গিয়েছে, নখ উপরে গিয়েছে সুস্মিতার। তবে ব্যথা নিয়েই শ্যুটিং চালাচ্ছেন নায়িকা। তবে  ব্যথা লাগলেও সুস্মিতাকে নিয়ে বেশ মস্করা চলছে আর হচ্ছে লেগপুলিং। তবে সবটাতেই বেশ মজা পাচ্ছেন নায়িকা।

বাংলা সিরিয়াল,Bangla Serial,স্টার জলসা,Star Jalsha,কথা,Kothha,অগ্নিভ,Agniv,রোম্যান্স,Romance,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সিরিয়ালের  নায়িকা কথা গাছ পাগল মানুষ। সদ্য তার সাথে চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয়েছে শহরের সেলিব্রেটি শেফ এভি ওরফে অগ্নিভর। যদিও কথার  বর-বাবাজি তাকে ‘গোবরদেবী’ বলে ডাকে। সিরিয়ালে দেখা গিয়েছে কিছুদিন আগেই কথাকে প্রায় বাধ্য হয়েই বিয়ে করেছে অগ্নিভ। কিন্তু সে চায় তাঁদের এই বিয়ের খবর যেন বাইরে না আসে।

আরও পড়ুন: ‘বাংলা মিডিয়ামে’র ইন্দিরার ধামাকাদার কামব্যাক, এই সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে!

বাংলা সিরিয়াল,Bangla Serial,স্টার জলসা,Star Jalsha,কথা,Kothha,অগ্নিভ,Agniv,রোম্যান্স,Romance,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তাদের ঝগড়া-খুনসুটি দেখে সবাই বলছে তেলে জলে কখনও মিল হয় না। কিন্তু এর মধ্যেই দুজনে এসেছে কাছাকাছি। সিরিয়ালে ইতিমধ্যেই কথা ও অগ্নিভর বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যও দেখানো হয়েছে। এখন দেখার এই দুই বিপরীত মেরুর মানুষের মন কীভাবে জোড়া লাগে?