নিউজ শর্ট ডেস্ক: দীর্ঘ ১৬ বছর পর টেলিভিশনের পর্দায় আবার কামব্যাক করলেন দর্শকদের পছন্দের অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘কথা’তে (Kotha)। ২০১৮ সালে যখন স্টার জলসা প্রথম শুরু হয়েছিল, সেই সময় অর্থাৎ চ্যানেলের শুরুর দিকে ‘বন্ধন’ এবং ‘নীড় ভাঙা ঝড়’ নামে দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন সাহেব।
তারপর দীর্ঘদিনের অভিনয় জীবনে তাঁকে দেখা গিয়েছে একাধিক ওয়েব সিরিজ এবং বেশ কিছু সিনেমায়। সম্প্রতি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই আনন্দবাজার অনলাইনে সাথে খোলামেলা আড্ডায় বসে ছিলেন অভিনেতা। এদিন তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল মাঝের ১৬ বছর কেন তাকে ছোট পর্দায় আর দেখা যায়নি?
জবাবের অভিনেতা বলেছেন ‘হ্যাঁ, সে সময় আমার দুটো সিরিয়াল দিয়েই চ্যানেল শুরু হয়। একটা ছিল ‘বন্ধন’ আর একটা ছিল ‘নীড় ভাঙা ঝড়’। সেটাই শেষ। তখন ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজের সুযোগও পেয়ে যাই। আর তখন একটা ধারণা ছিল যে, প্রতি দিন টেলিভিশনের পর্দায় কোনও অভিনেতাকে দেখা গেলে তাঁকে আর সিনেমায় নেওয়া যাবে না। সেই কারণে ওই দুটোই আমার শেষ সিরিয়াল।’
তবে ছোট পর্দার AV অর্থাৎ অগ্নিভ মনে করেন এখন সময় পাল্টেছে তাই এখন অভিনেতারা যে কোনও মাধ্যমেই কাজ করতে পারেন। অভিনেতার কথায় ‘১৫ বছর আগে কেউ ভাবতেই পারতেন না ‘সুপারস্টার’রা রিয়্যালিটি শো সঞ্চালনা করছেন। সিরিয়ালের নায়িকারা টলিপাড়ার তারকাদের বিপরীতে কাজ করছেন। আর এখন ওটিটি প্ল্যাটফর্মের রমরমা। আমাদের সিরিয়ালও অনেকেই ওটিট-তে দেখেন। ফলে আমার মনে সেই পুরনো ধারণা ভেঙে গিয়েছে। অভিনেতাদের জন্য এটা খুব ভাল সময়।’
আরও পড়ুন: খেলনা বাড়ির পর নতুন সিরিয়ালে ‘ইন্দ্রবাবু’ বিশ্বজিৎ! বিপরীতে থাকছেন এই সুন্দরী অভিনেত্রী
কিন্তু প্রশ্ন হল এত বছর পর কেন ছোটপর্দায় ফিরলেন সাহেব? এপ্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘আমার মনে হয়েছিল দর্শকের কাছে পৌঁছতে হবে আমায়। আমি এত দিন যে ধরনের ছবিতে অভিনয় করেছি সেগুলো গুটি কয়েক দর্শকের কাছে পৌঁছেছিল। আর দর্শক কিন্তু আমায় আগে খুবই ভালবাসা দিয়েছে। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসাবেও বেশ প্রশংসা পেয়েছিলাম। একটা ইতিবাচক ভাবমূর্তি রয়েছে দর্শকের সামনে। অনেকে আমায় বলতেন আবার ছোট পর্দায় তাঁরা আমায় দেখতে চান।’
প্রসঙ্গত সাহেব নিজে অভিনেতা হলেও তাঁর আরও একটা পরিচয় আছে তা হল তিনি হলেন বাংলার বিখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে। কিন্তু বাবার তৈরী বিশাল বাড়ি ছেড়ে একই শহরে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। যা তাঁকে জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়েছে। প্রসঙ্গত কথা সিরিয়ালে এখন অগ্নিভর বিয়ে দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবে সাহেব নিজে কবে ছাঁদনাতলায় বসবেন তা জানতে চাওয়া হলে কোনো রাখঢাক না রেখেই অভিনেতা এদিন বলেছেন ‘এই বিষয়টা পুরোটাই ভগবানের হাতে। মা-বাবা পাত্রী খুঁজচ্ছেন। কারও কাছে সুপাত্রীর সন্ধান থাকলে প্লিজ জানাবেন।’