Bengali Serial

Bengali Serial: ‘ফুলকি’ নয়, TRP লিস্টে প্রথমে কথা! হঠাৎ কেন এমন বললেন সাহেব?

নিউজ শর্ট ডেস্ক: শুক্রবারেই প্রকাশ্যে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (TRP List)। এই টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল একেবারে শুরুতেই জ্বলজ্বল করছে জি বাংলার সুপারহিট ধারাবাহিক ‘ফুলকি’র (Phulki) নাম। স্বাভাবিকভাবেই একক ভাবে প্রথম হওয়ার পর ফুলকির সেটে রীতিমতো খুশির হাওয়া।

কিন্তু এসবের মধ্যেই সবাইকে চমকে দিয়ে শুক্রবার রাতে ‘কথা’র (Kottha) নায়ক সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) দাবি, এই সপ্তাহে বাংলার এক নম্বর শো ‘কথা’। আর একথা শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় সাধারণত ১৫+ অনুসরণ করা হয়। তবে স্টার জলসার তরফে ২+ টিআরপি লিস্ট ফলো করা হয়। আর সেই তালিকা অনুযায়ী চলতি সপ্তাহে এক নম্বর স্থান দখল করেছে সাহেব-সুস্মিতার ‘কথা’।

বাংলা সিরিয়াল,Bangla Serial,ফুলকি,Phulki,কথা.Kotha,অগ্নিভ,Agniva,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এই বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলায় অভিনেতা সাহেব ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন , ‘আমি মাধ্যমিক বোর্ডে পড়াশোনা করি আমি মাধ্যমিকের রেজাল্ট দেখব, ICSE-র ফলাফল তো দেখবো না! আমাদের চ্যানেল স্টার জলসার তরফে যে টিআরপি তালিকা (২+) অনুসরণ করা হয় সেই অনুযায়ী আমরা বেঙ্গল টপার। এই তালিকা মেনেই আমারা কাজটা আমরা করি, চ্যানেলের তরফে আজ  আমাদের জানানো হয়েছে কথা বেঙ্গল টপার’।

আরও পড়ুন: ছোটপর্দায় নয়, ফের নতুন ছবিতে নায়িকার ভূমিকায় সৌমিতৃষা, খুশি মিঠাইয়ের ভক্তরা

প্রসঙ্গত এই কথা সিরিয়ালের হাত ধরেই বহু বছর পর টেলিভিশনের পর্দায় আবার কামব্যাক করেছেন অগ্নিভ অভিনেতা। সাহেব। এই সফর প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘প্রায় ১৪ বছর পর আমার টেলিভিশনে ফেরা কথার হাত ধরে। ২০০৮ সালে আমি স্টার জলসার হাত ধরেই ছোটপর্দায় সফর শুরু করেছিলাম। শুরুতে আমি খানিক টেনশনে ছিলাম, তবে এটা টেলিভিশনের খুব ভালো সময়।’

 

বাংলা সিরিয়াল,Bangla Serial,ফুলকি,Phulki,কথা.Kotha,অগ্নিভ,Agniva,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সেইসাথে পর্দার অগ্নিভর সংযোজন,’এখন আর ফিল্ম আর টেলিভিশনের মধ্যে কোনও বিভেদ নেই, এমন নয় ছোটপর্দার অভিনেতারা ছবি করবেন না বা সিনেমার অভিনেতারা টিভিতে কাজ করবেন না। সবচেয়ে বড় কথা আমি একজন অভিনেতা, মাধ্য়ম যাই হোক না কেন। প্রতিদিন সন্ধ্যায় সাড়ে পাঁচ কোটি মানুষ টেলিভিশন দেখেন, তাঁদের কাছে আমি নিজের কাজটা পৌঁছে দিতে পারছি, সেটাই বড় পাওনা’।

Avatar

anita

X