পার্থ মান্নাঃ আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া কাণ্ডের জেরে প্রতিবাদ এখনও অব্যাহত রয়েছে। জুনিয়ার ডাক্তারদের দ্বারা শুরু হওয়া আন্দোলনে যোগ দিয়েছেন সিনিয়ার ডাক্তারেরাও। ১০ দফা দাবি পূরণের জন্য আমরণ অনশনে নেমেছেন একাধিক জুনিয়ার ডাক্তারেরা। যাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তবে এর মাঝেই ডাক্তারদের পাল্টা ১৩ দফা দাবি নিয়ে হাজির কুণাল ঘোষ।
১৩ দফা দাবি জানালেন কুণাল ঘোষ
আজ অর্থাৎ বুধবার বিকেলেই ফেসবুকে একটি লম্বা পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে এক এক করে মোট ১৩ দফা দাবি জানিয়ে সেটা বিবেচনা করার দাবি জানান দিনই। কি লিখলেন কুণাল ঘোষ?
তিনি লিখেছেন, ‘এই 13 দফা দাবিও বিবেচিত হোক। ডাক্তাররা কী বলেন?
১। সব হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত হোক। সঙ্গে তাঁদের ডিউটির সময় অনুযায়ী উপস্থিতি, রোগী দেখাটাও সুনিশ্চিত হোক।
২। সরকারি হাসপাতালের কাজ ফেলে, সুবিধেমত ডিউটি বদলে বাকি সময় প্রাইভেট হাসপাতালে কাজ করা চলবে না।
৩। প্রেসক্রিপশনে একই গুণমানের কমদামী ওষুধের বদলে ওষুধ কোম্পানির প্রভাবে দামী ওষুধ লেখা চলবে না। জেনেরিক টার্মে ওষুধ লিখুন, কোম্পানির ব্র্যান্ড নয়।
৪। ওষুধ ও বিভিন্ন সরঞ্জাম ( পেস মেকারসহ) কোম্পানির স্পনসরশিপে অনুষ্ঠান, দেশবিদেশে ভ্রমণ চলবে না। ওঁরা সমাজসেবা করেন না। কমিশন, কাটমানির অভিযোগের বন্ধ/সুরাহা করতে হবে।
৫। কথায় কথায় বিভিন্ন পরীক্ষার নামে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে কেউ যেন কমিশন না নেন।
৬। ডাক্তারদের ফি যাতে মানুষের নাগালে থাকে, তার কাঠামো চাই। প্রত্যেককে রশিদ দিতে হবে।
৭। হয় সরকারি, নইলে বেসরকারি বেছে নিন, দুটো একসঙ্গে কোনো নিয়ম দেখিয়ে চলবে না।
৮। সাধারণ মানুষের করের টাকার ভর্তুকিতে যাঁরা সরকারি মেডিকেল কলেজে পড়বেন, তাঁদের সরকারি কাজেই অগ্রাধিকার দিতে হবে। কোটি টাকা দিয়ে বেসরকারিতে পড়াদের কথা আলাদা।
৯। স্পেশালিস্ট, সিনিয়রদের ঠিকমত ডিউটি করতে হবে। লবি করে কলকাতা পোস্টিং বা জেলায় গেলেও কৌশলী রোস্টারে তিন/চার দিন কলকাতায় এসে প্রাইভেট প্র্যাকটিস চলবে না। জেলার হাসপাতালে যথাযথ গুরুত্ব দিতে হবে।
১০। শূন্যপদ পূরণ হোক। পরিকাঠামো বাড়ুক। কিন্তু নিজেদের কর্মক্ষেত্রকে রোগীবন্ধু রাখার দায়িত্ব সরকারের পাশাপাশি ডাক্তারদেরও নিতে হবে। কারণ সরকারি কাঠামোতে দুর্বলতা দেখিয়ে রোগীকে বেসরকারিতে যেতে বাধ্য করা/টেনে দেওয়ার অভিযোগ আছে, বন্ধ করতে হবে এসব।
১১। বেসরকারি মেডিকেল কলেজের ভর্তিতে বিপুল টাকা, পড়তে টাকা, সেমিস্টারে ফেল করিয়ে মোটা টাকার বিনিময়ে পাশ- এইসব অভিযোগবন্ধনীতে কিছু ডাক্তারও আছেন। এসবে স্বচ্ছতা ও তদন্ত দরকার।
১২। বিভিন্ন সরকারি হাসপাতালে কিছু কোটা দীর্ঘকাল আছে। মুখ্যমন্ত্রীর কোটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছেন। কিন্তু হাসপাতালের কোটাগুলি নিয়ে বহু অনিয়মের অভিযোগ, বহু ডাক্তার জানেন, সেগুলি বন্ধ হোক বা স্বচ্ছতা আনা হোক।
১৩। চিকিৎসার গাফিলতিতে নির্দিষ্ট FIR বাধ্যতামূলক হোক।
এই দাবি তুলে ধরার পরেই নেটপাড়ায় চর্চা শুরু হয়েছে। অনেকেই এই ১৩ দাবিকে ন্যায়সঙ্গত বলে জানিয়েছেন। তো কেউ আবার ধন্যবাদ জানিয়েছেন এই দাবিগুলিকে তুলে ধরার জন্য।