টলিউড (Tollywood) জগতে যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী লাবনী সরকার (Laboni Sarkar)। তাঁকে এক নামে চেনেন সকলেই । বাংলা ধারাবাহিক(Television) হোক অথবা বাংলা সিনেমা সব জায়গাতেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। প্রায় ২০০ টিরও বেশি ছবিতে আভিনয় করে ফেলেছেন তিনি। কাজ করেছেন বহু জনপ্রিয় মেগা সিরিয়ালে। তবে কেবলমাত্র বাংলা নয় । জানা যায়, এই অভিনেত্রী অভিনয় করেছেন তেলেগু ইন্ডাস্ট্রিতেও। তিন তিন বার জিতে নিয়েছেন বিএফজিএ সম্মান।
শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জীবনে অভিনয় শুরু করেছিলেন লাবনী সরকার। আশির দশকের শেষভাগ থেকে বিভিন্ন বাংলা ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ‘নবরুপা‘, ‘হুইল চেয়ার’, , ছারখার’, ‘সংঘর্ষ’, ‘কিছু সংলাপ কিছু প্রলাপ’, ‘শুভদৃষ্টি’, ‘অগ্নিপথ’ সহ নানান চরিত্রে গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
এবার ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী লাবনী সরকারকে। জানা যাচ্ছে, সায়ন্তন ঘোষালের আসন্ন ওয়েব সিরিজ ‘রক্তকরবি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। একেবারেই অন্য চরিত্রে ধরা দেবেন দর্শকদের সামনে। সিনেমার পড়তে পড়তে বদলাতে থাকবে অভিনেত্রী চরিত্র।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী লাবনী সরকার জানান, ‘দীর্ঘদিন পর মনের মতন একটা চরিত্র পেয়েছি। আমার টাইপ কাস্ট একেবারেই পছন্দ নয়। আমি কখনোই প্লাস্টিক চরিত্র হয়ে থাকতে চাইনি। আর সে কারণেই অভিনেত্রী হয়ে বেঁচে থাকতে চাইনি আমি। নানান চরিত্রে কাজ করার মজাটাই আলাদা। ওয়েব সিরিজে এসে নিঃশ্বাস ফেলতে পারছি। জীবনের সঙ্গে ভীষণ ভাবে মিল রয়েছে এই প্লাটফর্মে’। জানা যায়, একটা সময়ে প্রসেনজিতের থেকে বয়সে ছোট হয়েও সিনেমায় প্রসেনজিতের মায়ের চরিত্রে অভিনয় করেছেন লাবনী সরকার।