নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষীর ভান্ডার(Lakshmir Bhander)। শুরুতে মহিলাদের এই প্রকল্পের অধীনে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে দেওয়া হলেও এই বছর এপ্রিল মাস থেকে ১০০০ টাকা দেওয়া হচ্ছে। আর তাই রাজ্যে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে খুব খুশি হয়েছেন। তবে অনেকেই আছেন যারা নতুন করে এই লক্ষীর ভান্ডারে আবেদন করতে চাইছেন। কিন্তু কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে সেই বিষয়ে জানেন না।
তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পুরোটা পড়ে ফেলুন। চলতি অর্থবর্ষ থেকে লক্ষী ভান্ডারে টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তাই সেই নিয়ে এখন রাজ্য অর্থ দপ্তরের কাজ জোর কদমে চলছে। ইতিমধ্যেই বহু মানুষ এই ডবল টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু এখনো এমন অনেক মহিলা রয়েছেন যারা সেভাবে টাকা গ্রহণ করতে পারেননি। তাই যারা এই লক্ষীর ভান্ডারের জন্য আবার নতুন করে আবেদন করতে চাইছেন তাদের সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়ায় যদি সঠিক না হয় তাহলে যোগ্যতা থাকলেও আপনি লক্ষীর ভান্ডারে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। তাই আজকের এই প্রতিবেদনে সমস্ত খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে জানানো হলো।
কি কি ডকুমেন্ট লাগবে?
১) স্বাস্থ্যসাথী কার্ড লাগবে। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা স্বাস্থ্যসাথী কার্ড দরকার।
২) আধার কার্ড: আবেদনকারীর আধার কার্ড প্রয়োজন রয়েছে।
৩) যারা SC/ST তাদের সংস্থাপত্র লাগবে।
৪) ব্যাংক একাউন্টের সম্পূর্ণ বিবরণ প্রয়োজন। অর্থাৎ অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, আইএফএসসি কোড, ব্যাংক পাসবুকের প্রথম পেজের জেরক্স। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে।
৫) আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
যোগ্যতা: ১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।।
২) শুধুমাত্র মহিলাইরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
৩) আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।
৪) কেন্দ্রীয় বা রাজ্য সরকার সরকারি উদ্যোগ, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, পৌরসভা, স্থানীয় সংস্থা এবং সরকারের সাহায্য প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিশ্চিত চাকরি করতে পারলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
আরও পড়ুন: Lakshmir Bhander: লক্ষীর ভান্ডার নিয়ে বড়োসড়ো সুখবর! কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী
কিভাবে অনলাইনে আবেদন করবেন?
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in/login ভিজিট করুন।
২) এরপরে ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) তারপরে আপনার মোবাইল নম্বরের সাহায্যে লগ ইন করুন। এখানে লগ ইন করার পরে, লক্ষ্মীর ভাণ্ডার যোজনার আবেদনপত্র আপনার সামনে খুলবে।
৪) এরপরে আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫) সমস্ত তথ্য আপলোড করার পরে, ‘Submit’ বোতামে ক্লিক করুন।
অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
১) প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যান, https://socialsecurity.wb.gov.in।
২) এরপর ওয়েবসাইটের প্রথম পেজ খুলবে।
৩) এরপরে ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বাটনে ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। সেখানেই স্ট্যাটাস দেখতে পারবেন।